ভারতের মহাকাশ যাত্রায় নতুন এক ইতিহাস লেখা হলো বুধবার সকালে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ হলো ইসরোর বাহুবলী রকেট এলভিএম থ্রি এম সিক্স। এই অভিযানে যুক্তরাষ্ট্রভিত্তিক এএসটি স্পেসমোবাইলের ব্লুবার্ড ব্লক টু স্যাটেলাইটকে সফলভাবে নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে। ছয় হাজার একশ কেজি ওজনের এই স্যাটেলাইটই এখন পর্যন্ত ইসরোর কোনো রকেটের মাধ্যমে উৎক্ষেপিত সবচেয়ে ভারী পেলোড।
ঐতিহাসিক উৎক্ষেপণ সকালে
বুধবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে উৎক্ষেপণ করা হয় এলভিএম থ্রি এম সিক্স রকেট। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত নিম্ন কক্ষপথে স্যাটেলাইট স্থাপন নিশ্চিত করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর পক্ষ থেকে জানানো হয়, পুরো মিশন পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে।
বাণিজ্যিক মহাকাশ অভিযানে বড় সাফল্য
এই উৎক্ষেপণ ইসরোর বাণিজ্যিক মহাকাশ অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাইলফলক। ইসরোর বাণিজ্যিক সংস্থা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের এএসটি স্পেসমোবাইলের মধ্যে চুক্তির আওতায় এই মিশন পরিচালিত হয়েছে। এর আগে এলভিএম থ্রি এম ফাইভ অভিযানে চার হাজার চারশ কেজির স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল ইসরো। এবার সেই রেকর্ড ভেঙে আরও ভারী পেলোড মহাকাশে পাঠানো হলো।
বিশ্বজুড়ে মোবাইল নেটওয়ার্কের লক্ষ্য
ব্লুবার্ড ব্লক টু স্যাটেলাইটের মূল লক্ষ্য হলো সরাসরি স্মার্টফোনে উচ্চগতির সেলুলার ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া। এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে মোবাইল নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে ভয়েস কল, ভিডিও কল, বার্তা আদানপ্রদান ও ইন্টারনেট পরিষেবায় নতুন দিগন্ত খুলে দিতে পারে এই স্যাটেলাইট ব্যবস্থা।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীর অভিনন্দন
এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই উৎক্ষেপণ ভারতের আত্মনির্ভরতার পথে আরও একটি বড় পদক্ষেপ এবং বিশ্ব মহাকাশ মানচিত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংও ইসরোর ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
এলভিএম থ্রি রকেটের সক্ষমতা
এলভিএম থ্রি রকেটটি প্রায় তেতাল্লিশ মিটার উচ্চতার তিন ধাপের ভারী উৎক্ষেপণ যান। এতে ব্যবহৃত ক্রায়োজেনিক ইঞ্জিন পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। অতীতে এই রকেট দিয়েই চন্দ্রযান দুই, চন্দ্রযান তিন এবং একাধিক আন্তর্জাতিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো।
সারাক্ষণ রিপোর্ট 



















