যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা বাড়াতে ট্রাম্প প্রশাসনের নতুন নিয়োগ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ এই কর্মসূচিতে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রশাসনের লক্ষ্য, সরকারি দপ্তরগুলোতে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি দক্ষ জনবল যুক্ত করে কাজের গতি ও সক্ষমতা বাড়ানো।
কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা বাড়াতে নতুন কর্মসূচি
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে টেক ফোর্স। যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার জানান, আগ্রহী প্রার্থীদের তালিকা থেকে সফটওয়্যার প্রকৌশলী, ডেটা প্রকৌশলীসহ বিভিন্ন প্রযুক্তি খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ফেডারেল সরকারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম ধাপে এক হাজার জনের সুযোগ
টেক ফোর্সের প্রথম ধাপে এক হাজার জনকে নেওয়া হবে। নির্বাচিতরা দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থায় প্রযুক্তিভিত্তিক প্রকল্পে কাজ করবেন। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগ, বিচার বিভাগসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব প্রকল্পের মাধ্যমে সরকারি সেবায় প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর করা হবে।
কর্মসংস্থান সংকোচনের মাঝেও ব্যতিক্রমী উদ্যোগ
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রশাসন সরকারি চাকরি কমানোর নীতিতে জোর দেয়। তবে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় পদে নিয়োগ চালু রাখার কথা জানানো হয়। টেক ফোর্স কর্মসূচি সেই সংকোচন নীতির মধ্যেও একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আগের উদ্যোগের ধারাবাহিকতা
যুক্তরাষ্ট্রে এর আগেও বিভিন্ন প্রশাসন সরকারি কাজে প্রযুক্তি বিশেষজ্ঞ আনার উদ্যোগ নিয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়েও এমন কর্মসূচি দেখা গেছে। তবে ট্রাম্প প্রশাসনের এই নতুন উদ্যোগে আগ্রহীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















