বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে দেখা দিয়েছে নজিরবিহীন উত্থান। নিরাপদ বিনিয়োগের চাহিদা ও সুদহার কমার প্রত্যাশায় সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪৫০০ ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামও ছুঁয়েছে সর্বোচ্চ পর্যায়।
সোনার দামে ঐতিহাসিক রেকর্ড
বুধবার লেনদেনে সোনার তাৎক্ষণিক দাম এক সময় ৪৫২৫ ডলার ছুঁয়ে নতুন রেকর্ড গড়ে। পরবর্তীতে কিছুটা কমে লেনদেন হয় ৪৪৯৪ ডলারের কাছাকাছি। চলতি বছরে সোনার দাম বেড়েছে সত্তর শতাংশের বেশি, যা চার দশকের মধ্যে সবচেয়ে বড় বার্ষিক উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। ভূরাজনৈতিক উত্তেজনা, ডলার দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এই উত্থানের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
রুপার ঝড়ো উত্থান
রুপার বাজারে উত্থান আরও নাটকীয়। চলতি বছরে রুপার দাম বেড়েছে দেড়শ শতাংশের বেশি। এক পর্যায়ে প্রতি আউন্স রুপার দাম উঠে যায় প্রায় তেহাত্তর ডলারে। বিনিয়োগ চাহিদা বৃদ্ধির পাশাপাশি শিল্পখাতে ব্যবহার বাড়া এবং গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি রুপার দামে বড় প্রভাব ফেলেছে।
প্লাটিনাম ও প্যালাডিয়ামের গতি
প্লাটিনামের দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরে ধাতুটির দাম বেড়েছে প্রায় একশ ষাট শতাংশ। গাড়ির নির্গমন নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহারের কারণে প্লাটিনাম ও প্যালাডিয়ামের চাহিদা বেড়েছে। খনি সরবরাহ সংকট ও শুল্ক অনিশ্চয়তাও দামের ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করেছে। প্যালাডিয়ামের দাম কিছুটা ওঠানামা করলেও বছরের হিসাবে সেটিও শতভাগের বেশি বেড়েছে।
সুদহার প্রত্যাশা ও বাজার মনোভাব
বিশ্লেষকদের মতে, সুদহার কম থাকলে সুদহীন সম্পদ হিসেবে সোনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আগামী বছরে একাধিকবার সুদহার কমতে পারে এমন প্রত্যাশা বাজারে জোরালো হয়েছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।
আগামীর পূর্বাভাস
বাজার বিশ্লেষকদের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা কমে না এলে দাম আরও বাড়তে পারে। দীর্ঘমেয়াদে সোনার দাম প্রতি আউন্স পাঁচ হাজার ডলারের দিকেও যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সারাক্ষণ রিপোর্ট 



















