জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের ষড়যন্ত্র ভেস্তে যাবে এবং নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
মনোনয়ন দাখিল ও বক্তব্য
সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. নুরুল আমিনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
নির্বাচনের ব্যতিক্রমী দিক
ডা. তাহের বলেন, এবারের নির্বাচন তিনটি কারণে ব্যতিক্রমী। প্রথমত, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। দ্বিতীয়ত, বিএনপি একক অবস্থানে চলে গেছে। তৃতীয়ত, যাঁরা ডানপন্থী এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তাঁরা এখন একত্রিত। তাঁর মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি।
রাজনৈতিক বাস্তবতা ও প্রত্যাশা
তিনি আরও বলেন, একদিকে রয়েছে হাতে গোনা কয়েকটি দল ও কিছু মানুষ, অন্যদিকে রয়েছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী। ফলে এই নির্বাচন ঐতিহাসিক ও ভিন্নমাত্রার হতে যাচ্ছে। যাঁরা বলেছিলেন নির্বাচন হবে না, তাঁদের পরিকল্পনা প্রাথমিকভাবেই ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর প্রত্যাশা, ভোট হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং মানুষ শৃঙ্খলার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
দুর্নীতিমুক্ত বাংলাদেশের দাবি
ডা. তাহের বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও যারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত ছিল, জনগণ তাদের আর দেখতে চায় না। দেশের মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
উপস্থিত নেতৃবৃন্দ
মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান, পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সারাক্ষণ রিপোর্ট 


















