দক্ষিণ ও পূর্বাঞ্চলজুড়ে টানা ভারী বর্ষণে স্পেনে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এসব বন্যায় একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন। উপচে পড়া নদীর স্রোতে গাড়ি ও মোটরসাইকেল ভেসে গেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে সতর্ক করেছে।
স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় মোবাইলে লাল সতর্কবার্তা পাঠিয়ে মানুষকে ঘরের ভেতরে ও উঁচু স্থানে থাকার আহ্বান জানায়। গত বছর অক্টোবরের প্রাণঘাতী বন্যায় এই অঞ্চলে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল।
রোববার আরও আটটি প্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়। এতে নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা জানিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে প্রস্তুত থাকতে বলা হয়।

গত বছরের ভ্যালেন্সিয়ার ভারী বৃষ্টিপাত কর্তৃপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছিল। অনেকের অভিযোগ ছিল, ঝুঁকির বিষয়ে দেরিতে সতর্ক করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক সরকারের শীর্ষ নেতার পদত্যাগও ঘটে।
দক্ষিণের মালাগা এলাকায় সিভিল গার্ড জানিয়েছে, রোববার নদীর স্রোতে ভেসে যাওয়া একটি ভ্যানের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যানের আরেক আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।

এদিকে গ্রানাডা অঞ্চলে একটি নদী পার হওয়ার সময় মোটরসাইকেলসহ ভেসে যাওয়া এক তরুণকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা দল।
উত্তর-পূর্বের বার্সেলোনা শহরে ঝড়ো হাওয়ার কারণে উপড়ে পড়া একটি ল্যাম্পপোস্টের আঘাতে শনিবার এক নারী হাসপাতালে ভর্তি হন। সেখানে ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে বাতাস বইছিল বলে জানিয়েছে আঞ্চলিক সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ।
প্রতিবেদন: রয়টার্স
সারাক্ষণ রিপোর্ট 


















