০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ছোট বিমানবন্দরের বড় সুবিধা, ভিড় আর ঝামেলা এড়িয়ে বদলাচ্ছে যাত্রীদের উড়াল অভ্যাস ভারী বর্ষণে দক্ষিণ স্পেনে আকস্মিক বন্যা, নিহত ১ নিখোঁজ ২ হলিউডের অন্ধকার পর্দা: ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা লড়াইয়ে অনিশ্চিত প্রেক্ষাগৃহের ভবিষ্যৎ আরব লিগের কড়া বার্তা, সোমালিল্যান্ড স্বীকৃতি মানে আন্তর্জাতিক আইন ভাঙা জাপানের পারমাণবিক বিদ্যুৎ নীতিতে বড় মোড়, ফুকুশিমার পর ফের চালু হচ্ছে বৃহত্তম রিঅ্যাক্টর পূর্ণমাত্রার যুদ্ধে ইরান, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের ঘোষণা ইসরায়েলের স্বীকৃতির বিরুদ্ধে আরব ইসলামি আফ্রিকান ঐক্য, সোমালিল্যান্ড প্রশ্নে তীব্র নিন্দা সোনার দামে নতুন ইতিহাস, টানা অষ্টম দফা বৃদ্ধিতে বাংলাদেশে সর্বোচ্চ চূড়া কাঁপছে গোমতী সেতু, যান চলাচল সাময়িক বন্ধ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

ভারী বর্ষণে দক্ষিণ স্পেনে আকস্মিক বন্যা, নিহত ১ নিখোঁজ ২

দক্ষিণ ও পূর্বাঞ্চলজুড়ে টানা ভারী বর্ষণে স্পেনে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এসব বন্যায় একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন। উপচে পড়া নদীর স্রোতে গাড়ি ও মোটরসাইকেল ভেসে গেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে সতর্ক করেছে।

স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় মোবাইলে লাল সতর্কবার্তা পাঠিয়ে মানুষকে ঘরের ভেতরে ও উঁচু স্থানে থাকার আহ্বান জানায়। গত বছর অক্টোবরের প্রাণঘাতী বন্যায় এই অঞ্চলে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল।

রোববার আরও আটটি প্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়। এতে নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা জানিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে প্রস্তুত থাকতে বলা হয়।

Image

গত বছরের ভ্যালেন্সিয়ার ভারী বৃষ্টিপাত কর্তৃপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছিল। অনেকের অভিযোগ ছিল, ঝুঁকির বিষয়ে দেরিতে সতর্ক করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক সরকারের শীর্ষ নেতার পদত্যাগও ঘটে।

দক্ষিণের মালাগা এলাকায় সিভিল গার্ড জানিয়েছে, রোববার নদীর স্রোতে ভেসে যাওয়া একটি ভ্যানের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যানের আরেক আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।

Image

এদিকে গ্রানাডা অঞ্চলে একটি নদী পার হওয়ার সময় মোটরসাইকেলসহ ভেসে যাওয়া এক তরুণকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা দল।

উত্তর-পূর্বের বার্সেলোনা শহরে ঝড়ো হাওয়ার কারণে উপড়ে পড়া একটি ল্যাম্পপোস্টের আঘাতে শনিবার এক নারী হাসপাতালে ভর্তি হন। সেখানে ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে বাতাস বইছিল বলে জানিয়েছে আঞ্চলিক সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ।

প্রতিবেদন: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

ছোট বিমানবন্দরের বড় সুবিধা, ভিড় আর ঝামেলা এড়িয়ে বদলাচ্ছে যাত্রীদের উড়াল অভ্যাস

ভারী বর্ষণে দক্ষিণ স্পেনে আকস্মিক বন্যা, নিহত ১ নিখোঁজ ২

১২:৫২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ ও পূর্বাঞ্চলজুড়ে টানা ভারী বর্ষণে স্পেনে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এসব বন্যায় একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন। উপচে পড়া নদীর স্রোতে গাড়ি ও মোটরসাইকেল ভেসে গেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে সতর্ক করেছে।

স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে কর্তৃপক্ষ রোববার সন্ধ্যায় মোবাইলে লাল সতর্কবার্তা পাঠিয়ে মানুষকে ঘরের ভেতরে ও উঁচু স্থানে থাকার আহ্বান জানায়। গত বছর অক্টোবরের প্রাণঘাতী বন্যায় এই অঞ্চলে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল।

রোববার আরও আটটি প্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়। এতে নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা জানিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে প্রস্তুত থাকতে বলা হয়।

Image

গত বছরের ভ্যালেন্সিয়ার ভারী বৃষ্টিপাত কর্তৃপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছিল। অনেকের অভিযোগ ছিল, ঝুঁকির বিষয়ে দেরিতে সতর্ক করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক সরকারের শীর্ষ নেতার পদত্যাগও ঘটে।

দক্ষিণের মালাগা এলাকায় সিভিল গার্ড জানিয়েছে, রোববার নদীর স্রোতে ভেসে যাওয়া একটি ভ্যানের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যানের আরেক আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।

Image

এদিকে গ্রানাডা অঞ্চলে একটি নদী পার হওয়ার সময় মোটরসাইকেলসহ ভেসে যাওয়া এক তরুণকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা দল।

উত্তর-পূর্বের বার্সেলোনা শহরে ঝড়ো হাওয়ার কারণে উপড়ে পড়া একটি ল্যাম্পপোস্টের আঘাতে শনিবার এক নারী হাসপাতালে ভর্তি হন। সেখানে ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে বাতাস বইছিল বলে জানিয়েছে আঞ্চলিক সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ।

প্রতিবেদন: রয়টার্স