ইরানে চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যে বিপ্লবী গার্ডের এক তরুণ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে দেশের পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশে এই ঘটনা ঘটে। চলমান বিক্ষোভে এটি এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর প্রথম মৃত্যুর ঘটনা বলে জানানো হয়েছে।
নিহত ওই স্বেচ্ছাসেবকের বয়স ছিল একুশ বছর। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় কুহদাশত শহরে তিনি প্রাণ হারান। তেহরান থেকে প্রায় চারশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরেই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ও পরিস্থিতি
এই সহিংসতায় বিপ্লবী গার্ডের আরও তেরোজন সদস্য ও পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি, জাতীয় মুদ্রার অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ থেকেই এসব বিক্ষোভের সূত্রপাত। একই সঙ্গে তারা সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, যেন সুযোগসন্ধানীরা অস্থির পরিস্থিতির অপব্যবহার করতে না পারে।
বিক্ষোভের বিস্তার
২০২২ সালের পর এটিই ইরানের সবচেয়ে বড় আকারের আন্দোলন বলে মনে করা হচ্ছে। রাজধানী তেহরানে বিক্ষোভের গতি কিছুটা কমলেও তা দেশের অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়েছে।
সরকারি অবস্থান ও গ্রেপ্তার
সংস্কারপন্থী বেসামরিক সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেও কর্মকর্তারা স্বীকার করেছেন, দুর্বল হয়ে পড়া জাতীয় মুদ্রার কারণে সরকারের হাতে কার্যকর বিকল্প সীমিত। এর মধ্যেই নিরাপত্তা বাহিনী সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রাজতন্ত্রপন্থী ও ইউরোপভিত্তিক কিছু গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে দাবি করা হয়েছে। অভিযানে অবৈধভাবে আনা আগ্নেয়াস্ত্র জব্দ করার কথাও জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 
















