০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ ছাড়া কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা স্বর্ণের দামে নতুন ইতিহাস, চার হাজার ছয়শ ডলার ছাড়িয়ে নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা জালিয়াতিতে দোষী হলে নাগরিকত্ব বাতিল, প্রবাসী অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি রাশিয়ার সামরিক শক্তির নতুন রূপ: দুই হাজার ছাব্বিশে হাইটেক অস্ত্রের যুগে প্রবেশ লাতিন আমেরিকার বীর ও বিশ্বাসঘাতকরা: সার্বভৌমত্বের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস নেপালে অস্থিরতার নেপথ্যে বিদেশি গভীর শক্তি, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক দাবি চীনের কালোবাজারি তেলের পথ সংকুচিত লক্ষ্য কমালেও ডেলিভারিতে সফল এয়ারবাস, সরবরাহ সংকট পেরিয়ে ৭৯৩ উড়োজাহাজ হস্তান্তর চার ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যালফাবেট, কৃত্রিম বুদ্ধিমত্তায় গুগলের দাপটে নতুন আস্থা নারীর কণ্ঠে নতুন অপেরার জাগরণ, প্রোটোটাইপ উৎসবে সৃজনের উৎসব

ডিসি বললেন, মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি নিয়েই ভোটকেন্দ্রে যেতে হবে।

নির্বাচনী দায়িত্বে কঠোর অবস্থান

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, যারা ভোটকেন্দ্রে দায়িত্ব নিতে ভয় পান, তারা আগেই জানালে তাদের বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হবে। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

নিরাপত্তা নিয়ে প্রশাসনের আশ্বাস

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, জেলা প্রশাসন সব সময় নির্বাচনী কর্মকর্তাদের পাশে থাকবে। ভোটকেন্দ্রে গিয়ে যদি কোনো পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হয়, সঙ্গে সঙ্গে জানাতে হবে। তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি

তিনি আরও বলেন, সবার সহযোগিতায় জনগণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের অঙ্গীকার।

সভায় উপস্থিতি ও দিকনির্দেশনা

এই মতবিনিময় সভায় মাদারীপুর সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

অনিয়ম করতে এলে মরার প্রস্তুতি নিয়ে আসবেন' মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তার  হুঁশিয়ারি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং নির্বাচন পরিচালনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ছাড়া কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা

ডিসি বললেন, মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে

১২:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি নিয়েই ভোটকেন্দ্রে যেতে হবে।

নির্বাচনী দায়িত্বে কঠোর অবস্থান

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, যারা ভোটকেন্দ্রে দায়িত্ব নিতে ভয় পান, তারা আগেই জানালে তাদের বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হবে। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

নিরাপত্তা নিয়ে প্রশাসনের আশ্বাস

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, জেলা প্রশাসন সব সময় নির্বাচনী কর্মকর্তাদের পাশে থাকবে। ভোটকেন্দ্রে গিয়ে যদি কোনো পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হয়, সঙ্গে সঙ্গে জানাতে হবে। তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি

তিনি আরও বলেন, সবার সহযোগিতায় জনগণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের অঙ্গীকার।

সভায় উপস্থিতি ও দিকনির্দেশনা

এই মতবিনিময় সভায় মাদারীপুর সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

অনিয়ম করতে এলে মরার প্রস্তুতি নিয়ে আসবেন' মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তার  হুঁশিয়ারি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং নির্বাচন পরিচালনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।