ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কাতারে নতুন আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সমন্বয় কেন্দ্র চালু করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরানে চলমান বিক্ষোভে প্রকাশ্যে সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়ছে।
সারাক্ষণ রিপোর্ট
কাতারের আল উদেইদ ঘাঁটিতে নতুন উদ্যোগ
মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে এই নতুন কেন্দ্র চালু হয়েছে। ওই ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। নতুন কেন্দ্রটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সেনা সদস্যদের নিয়ে গঠিত এবং সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আরও শক্তিশালী করাই এর মূল লক্ষ্য। তথ্য আদানপ্রদান, আগাম হুমকি সতর্কতা, যৌথ মহড়া ও সম্ভাব্য হামলার জবাবে সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘাঁটি ছাড়ার নির্দেশ ও পুরোনো স্মৃতি
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অজ্ঞাত কারণ দেখিয়ে কিছু সেনা ও কর্মীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং পরে তেহরান থেকে পাল্টা হামলার মুখে পড়ে আল উদেইদ ঘাঁটি। সেই অভিজ্ঞতা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

ইরানের বিক্ষোভে ট্রাম্পের কড়া বার্তা
ইরানে মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভকে ঘিরে ট্রাম্প সরাসরি সমর্থনের ইঙ্গিত দেন। তিনি ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং কড়া দমননীতি হলে শক্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি আলোচনার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি তিনি।

তেহরানের সতর্ক অবস্থান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান যুদ্ধ চায় না, তবে প্রস্তুত রয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে যেসব প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেসব দেশও পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে। একই সঙ্গে ইরানের দাবি, চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে।
আঞ্চলিক দেশগুলোর উদ্বেগ
সৌদি আরব, ওমান ও কাতার নীরবে ওয়াশিংটনকে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। তাদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়াবে এবং তেলের বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















