ভেনেজুয়েলার বিপুল তেল মজুত বিশ্ববাজারে আলোচনার কেন্দ্রে থাকলেও ২০২৬ সালে তা তেলের বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন টোটাল এনার্জির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী প্যাট্রিক পুয়ানে। আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহে এক আলোচনায় তিনি বলেন, ভেনেজুয়েলার ভারী তেল, দুর্বল অবকাঠামো এবং বিপুল বিনিয়োগের প্রয়োজন দ্রুত উৎপাদন বৃদ্ধি কে অবাস্তব করে তুলেছে।
সারাক্ষণ রিপোর্ট
ভারী তেল ও বিপুল বিনিয়োগের চ্যালেঞ্জ
প্যাট্রিক পুয়ানের মতে, ভেনেজুয়েলার তেল মূলত ভারী প্রকৃতির হওয়ায় এর উৎপাদন বাড়াতে বিপুল মূলধনী বিনিয়োগ দরকার। তাঁর ভাষায়, প্রতিদিন দশ লাখ ব্যারেল উৎপাদন করতে গেলে প্রায় একশো বিলিয়ন ডলারের বিনিয়োগ জোগাড় করতে হবে। একসময় প্রতিদিন প্রায় ত্রিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করলেও বর্তমানে দেশটি দশ লাখ ব্যারেলেরও কম তেল তুলছে। উৎপাদন আংশিকভাবে বাড়ানো সম্ভব হলেও আগের অবস্থায় ফিরতে বহু বছর সময় লাগবে বলে তিনি মনে করেন।

ভূতত্ত্ব নয়, বাস্তব পরিস্থিতিই মূল বাধা
ভেনেজুয়েলার তেলের মজুত প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল বলে ধারণা করা হলেও পুয়ানের মতে বিনিয়োগের সিদ্ধান্ত শুধু মজুতের ওপর নির্ভর করে না। ভারী তেল পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়া ও মিশ্রণের প্রয়োজন হয়, যা পুরো ব্যবস্থাকে জটিল করে তোলে। তাই কেবল খনন করলেই উৎপাদন বাড়ানো সম্ভব নয়।
নিরাপত্তা ও নিয়ন্ত্রক অনিশ্চয়তা
টোটালএনার্জি আগে ভেনেজুয়েলায় কার্যক্রম চালালেও নিরাপত্তাজনিত কারণে সেখান থেকে সরে আসে। আবার ফিরতে হলে নিয়ন্ত্রক কাঠামো, নির্গমন ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিয়ে স্পষ্টতা দরকার বলে জানান পুয়ানে। তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে ভেনেজুয়েলায় ফেরার বিষয়টি তাঁর এজেন্ডায় নেই।

বিদ্যুৎ চাহিদায় নতুন চাপ
ভেনেজুয়েলার আলোচনা থেকে সরে এসে তিনি বৈশ্বিক জ্বালানি বাজারের বড় পরিবর্তনের কথাও তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যকেন্দ্রের দ্রুত বিস্তারে বিদ্যুতের চাহিদা আগের সব পূর্বাভাস ছাড়িয়ে যাচ্ছে। তাঁর মতে, একবিংশ শতাব্দী যে বিদ্যুতের শতাব্দী হবে, তা এখন আরও দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে।
গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়
তথ্যকেন্দ্রের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ দরকার, যা একা নবায়নযোগ্য উৎস দিয়ে নিশ্চিত করা কঠিন। তাই গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয় বাড়ছে। পুয়ানে এই ব্যবস্থাকে পরিচ্ছন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ উৎপাদনের পথ হিসেবে উল্লেখ করেন। টোটাল এনার্জির কৌশলেও গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা কম কার্বন জ্বালানি হিসেবে এবং নবায়নযোগ্য গ্রিডের ভারসাম্য রক্ষায় সহায়ক।
সারাক্ষণ রিপোর্ট 



















