০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
শিক্ষার্থী-শিক্ষকের প্রেমের গল্প নিয়ে বিতর্কে বন্ধ হলো দক্ষিণ কোরিয়ার কে-ড্রামা পাকিস্তানে সীমাহীন শ্রমিক শোষণ আলেকজান্দ্রিয়ার প্রাসাদে এক রুদ্ধদ্বার বৈঠক: ক্লিওপেট্রা ও সিজারের কথোপকথন হিউএনচাঙ (পর্ব-১৪৯) বাংলাদেশে ইভ টিজিং- নারী মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতার সংকট এপি’র প্রতিবেদন: হাসিনা-বিরোধী বিদ্রোহের পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ মধুমতী নদী: দক্ষিনের যোগাযোগ পথ মধ্যপন্থী রাজনৈতিক দল ধ্বংস করা রাষ্ট্রের জন্য ক্ষতিকর চিরসবুজ নায়িকা মৌসুমী: রূপালী পর্দার এক যুগের প্রতীক কাপ্তাই লেকের মাছের বৈচিত্র্য ও মাছ ধরার রীতি – পার্বত্য চট্টগ্রামের জলে জীবনের গল্প

নাটককে আরো ভালো করার জন্য দরকার মঞ্চ নাটকের অভিনেতা

  • Sarakhon Report
  • ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 54

ফয়সাল আহমেদ

 

আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা নাটক। বাংলা সিনেমার মান নেমে যাওয়া এবং সময়ের স্বল্পতার কারণে এখন  একটি বড় সংখ্যক মানুষই বিনোদনের জন্যে টিভি নাটক দেখে।

এক সময়ে বাংলাদেশের টিভি নাটক অনেক বেশি জনপ্রিয় ও  মান সম্মত ছিলো। সময়ের বিবর্তনে প্রচার মাধ্যম বাড়ায় এখন সে নাটকের অনেক পরিবর্তন হয়েছে। আর সব সময়ই যে কোন বিনোদনের বেশিভাগ দর্শক বা শ্রোতা থাকে তরুণ  প্রজম্ম।

তাই সারাক্ষণের পক্ষ থেকে তরুণদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, ‘কেমন নাটক দেখতে চায়’। বর্তমানে যেসব নাটক দেখছে তাতে তারা সন্তুষ্ট কিনা?

 

এ সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র রেজাই রাব্বি (২৩) বলেন,  অবসর সময় পেলে বাংলা নাটক দেখা হয়। বাংলা নাটকের একটি ঐতিহ্য রয়েছে। আগের মত বাংলা নাটক গুলো জনপ্রিয় না হলেও বর্তমানেও অনেক ভালো ভালো নাটক আমরা দেখতে পাই। আমি মনে করি দর্শকের রুচির দিক বিবেচনা এবং অশ্লীলতা দূর করে মানসম্মত নাটক তৈরি করলে নাটক গুলি আরো জনপ্রিয় হবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রী দিবা খানাম(22) বলেন, আমাদের গর্ব করার মতো কিছু জিনিস ছিল। তার মধ্যে অন্যতম ছিল বাংলা নাটক। বর্তমানে নাটকগুলো আগের মত ভালো হচ্ছে না। সুন্দর গল্প এবং গুণী অভিনেতা-অভিনেত্রী দের ব্যবহার করলে আমি মনে করি বাংলা নাটকের জনপ্রিয়তা আবার ফিরে পাবে।

 

মিরপুর কলেজের ছাত্র কবির হাসান(২৫)বলেন, একটা সময় ছিল মঞ্চ নাটকে অভিনয়রে অনেক চড়াই উৎরাই পার করে শিল্পীরা টিভি অভিনয় জগতে পা রাখতেন। কিন্তু বর্তমানে কোন অভিনয় না পেরেও সস্তা জনপ্রিয়তার মাধ্যমে অভিনেতা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন নাটকের কাজ করছে। আর এজন্যই অভিনয়ে দক্ষ না হওয়ার কারণে বর্তমানে নাটক গুলোতে ভালো অভিনয় দেখতে পাচ্ছি না। এ কারণে নাটক গুলো ভালো হচ্ছে না। অতএব আমি মনে করি জনপ্রিয়তা না দেখে ভালো অভিনয় নেতা দিয়ে কাজ করালে বর্তমান বাংলা নাটক গুলো আরো ভালো হবে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালইয়ের বাংলা বিভাগের ছাত্রী লিজা আহমেদ পুষ্প (30)বলেন, আমাদের সময় বিটিভিতে প্রতি বৃহঃপ্রতিবার সাপ্তাহি নাটক দেখাতো। পরিবারের সবাই মিলে দেখতাম সে নাটক। অন্যরকম এক অনুভুতি। বিশেষ করে হুমায়ুন স্যারের নাটক গুলো ছিল অসাধারণ। কি উপভোগ্য মুহুর্ত ছিল বলে বুঝানোর মতো না। কিন্তু বর্তমানের নাটকগুলো সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি আ্মার মনে হয় ।ভালো স্ক্রিপ্টে ভালো মানের অভিনেতা অভিনেত্রী নিয়ে নাটক না বানালে বাংলা ছবির মতো একদিন বাংলা নাটকও তার ঐতিহ্য হারাবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী জান্নাত নুর বলেন, বর্তমান নাটকগুলোর নাম নির্ধারণে তেমন সচেতন নয়। নাটকের সৌন্দর্য তার নামের মাধ্যমে ফুটে ওঠে এবং জনপ্রিয় হয়। আমি মনে করি আজেবাজে নাম না দিয়ে নাটকের সুন্দর নামকরণ করলে নাটক গুলো দর্শকের কাছে আরো জনপ্রিয় হবে।

শিক্ষার্থী-শিক্ষকের প্রেমের গল্প নিয়ে বিতর্কে বন্ধ হলো দক্ষিণ কোরিয়ার কে-ড্রামা

নাটককে আরো ভালো করার জন্য দরকার মঞ্চ নাটকের অভিনেতা

০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

ফয়সাল আহমেদ

 

আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা নাটক। বাংলা সিনেমার মান নেমে যাওয়া এবং সময়ের স্বল্পতার কারণে এখন  একটি বড় সংখ্যক মানুষই বিনোদনের জন্যে টিভি নাটক দেখে।

এক সময়ে বাংলাদেশের টিভি নাটক অনেক বেশি জনপ্রিয় ও  মান সম্মত ছিলো। সময়ের বিবর্তনে প্রচার মাধ্যম বাড়ায় এখন সে নাটকের অনেক পরিবর্তন হয়েছে। আর সব সময়ই যে কোন বিনোদনের বেশিভাগ দর্শক বা শ্রোতা থাকে তরুণ  প্রজম্ম।

তাই সারাক্ষণের পক্ষ থেকে তরুণদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, ‘কেমন নাটক দেখতে চায়’। বর্তমানে যেসব নাটক দেখছে তাতে তারা সন্তুষ্ট কিনা?

 

এ সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের ছাত্র রেজাই রাব্বি (২৩) বলেন,  অবসর সময় পেলে বাংলা নাটক দেখা হয়। বাংলা নাটকের একটি ঐতিহ্য রয়েছে। আগের মত বাংলা নাটক গুলো জনপ্রিয় না হলেও বর্তমানেও অনেক ভালো ভালো নাটক আমরা দেখতে পাই। আমি মনে করি দর্শকের রুচির দিক বিবেচনা এবং অশ্লীলতা দূর করে মানসম্মত নাটক তৈরি করলে নাটক গুলি আরো জনপ্রিয় হবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রী দিবা খানাম(22) বলেন, আমাদের গর্ব করার মতো কিছু জিনিস ছিল। তার মধ্যে অন্যতম ছিল বাংলা নাটক। বর্তমানে নাটকগুলো আগের মত ভালো হচ্ছে না। সুন্দর গল্প এবং গুণী অভিনেতা-অভিনেত্রী দের ব্যবহার করলে আমি মনে করি বাংলা নাটকের জনপ্রিয়তা আবার ফিরে পাবে।

 

মিরপুর কলেজের ছাত্র কবির হাসান(২৫)বলেন, একটা সময় ছিল মঞ্চ নাটকে অভিনয়রে অনেক চড়াই উৎরাই পার করে শিল্পীরা টিভি অভিনয় জগতে পা রাখতেন। কিন্তু বর্তমানে কোন অভিনয় না পেরেও সস্তা জনপ্রিয়তার মাধ্যমে অভিনেতা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন নাটকের কাজ করছে। আর এজন্যই অভিনয়ে দক্ষ না হওয়ার কারণে বর্তমানে নাটক গুলোতে ভালো অভিনয় দেখতে পাচ্ছি না। এ কারণে নাটক গুলো ভালো হচ্ছে না। অতএব আমি মনে করি জনপ্রিয়তা না দেখে ভালো অভিনয় নেতা দিয়ে কাজ করালে বর্তমান বাংলা নাটক গুলো আরো ভালো হবে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালইয়ের বাংলা বিভাগের ছাত্রী লিজা আহমেদ পুষ্প (30)বলেন, আমাদের সময় বিটিভিতে প্রতি বৃহঃপ্রতিবার সাপ্তাহি নাটক দেখাতো। পরিবারের সবাই মিলে দেখতাম সে নাটক। অন্যরকম এক অনুভুতি। বিশেষ করে হুমায়ুন স্যারের নাটক গুলো ছিল অসাধারণ। কি উপভোগ্য মুহুর্ত ছিল বলে বুঝানোর মতো না। কিন্তু বর্তমানের নাটকগুলো সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি আ্মার মনে হয় ।ভালো স্ক্রিপ্টে ভালো মানের অভিনেতা অভিনেত্রী নিয়ে নাটক না বানালে বাংলা ছবির মতো একদিন বাংলা নাটকও তার ঐতিহ্য হারাবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী জান্নাত নুর বলেন, বর্তমান নাটকগুলোর নাম নির্ধারণে তেমন সচেতন নয়। নাটকের সৌন্দর্য তার নামের মাধ্যমে ফুটে ওঠে এবং জনপ্রিয় হয়। আমি মনে করি আজেবাজে নাম না দিয়ে নাটকের সুন্দর নামকরণ করলে নাটক গুলো দর্শকের কাছে আরো জনপ্রিয় হবে।