০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে দৈনন্দিন প্রযুক্তি, বদলে যাচ্ছে ফোন, ইন্টারনেট ও চলাচলের অভ্যাস চীনেও থামছে না জনসংখ্যা পতন, ব্যর্থ প্রো-পরিবার নীতিতে জন্মহার আবার রেকর্ড নিচে মিনেসোটায় এক রাজ্য, দুই বাস্তবতা: রেনি গুডের মৃত্যুকে ঘিরে শহর ও গ্রামীণ আমেরিকার তীব্র বিভাজন দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ সংকটে ভরসা ভাড়ার ব্যাটারি, বদলে যাচ্ছে জীবিকা ও দৈনন্দিন জীবন পেশোয়ারে নির্বাসিত সুরের শেষ অধ্যায়, আফগান সংগীত হারিয়ে যাওয়ার শঙ্কা ভেনেজুয়েলায় মার্কিন অর্থ ঢাললেই কি ফিরবে স্থিতিশীলতা তেলের দাম ও দুর্নীতির চক্রে আটকে উন্নয়ন গাজা শান্তি বোর্ডে তাড়াহুড়ো নয় কেন, ট্রাম্পের প্রস্তাব খতিয়ে দেখছে ভারত ঝালকাঠিতে নিখোঁজের আট ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন আবার গ্রেপ্তার নির্বাচনের ফল প্রভাবিত করতে সমন্বিত চক্রান্ত চলছে: মির্জা আব্বাস

ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন আবার গ্রেপ্তার

রাজধানীতে আবারও গ্রেপ্তার করা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

ধানমন্ডি থানায় নতুন ওসি

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ফের গ্রেপ্তার হলেন ইভ্যালির রাসেল-শামীমা

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও আত্মসাতের অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হন ইভ্যালির এই দুই শীর্ষ কর্মকর্তা। পরে ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। একই বছরের ডিসেম্বর মাসে জামিন পান মোহাম্মদ রাসেল।

তবে এবারের গ্রেপ্তারের ক্ষেত্রে কোন কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ।

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে দৈনন্দিন প্রযুক্তি, বদলে যাচ্ছে ফোন, ইন্টারনেট ও চলাচলের অভ্যাস

ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন আবার গ্রেপ্তার

০৪:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজধানীতে আবারও গ্রেপ্তার করা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

ধানমন্ডি থানায় নতুন ওসি

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ফের গ্রেপ্তার হলেন ইভ্যালির রাসেল-শামীমা

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও আত্মসাতের অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হন ইভ্যালির এই দুই শীর্ষ কর্মকর্তা। পরে ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। একই বছরের ডিসেম্বর মাসে জামিন পান মোহাম্মদ রাসেল।

তবে এবারের গ্রেপ্তারের ক্ষেত্রে কোন কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ।