রাজধানীতে আবারও গ্রেপ্তার করা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও আত্মসাতের অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হন ইভ্যালির এই দুই শীর্ষ কর্মকর্তা। পরে ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। একই বছরের ডিসেম্বর মাসে জামিন পান মোহাম্মদ রাসেল।
তবে এবারের গ্রেপ্তারের ক্ষেত্রে কোন কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ।
সারাক্ষণ রিপোর্ট 


















