বাংলাদেশ সরকার ভুটানসহ সব যোগ্য দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগে এই সুবিধা সাময়িকভাবে স্থগিতের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিসা অন অ্যারাইভাল নিয়ে নতুন অবস্থান
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানুয়ারি ১৫ থেকে ফেব্রুয়ারি ১৫ পর্যন্ত ভিসা অন অ্যারাইভাল সুবিধা স্থগিতের একটি পূর্বঘোষণা ছিল। তবে বুধবার ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় জানায়, থিম্পুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস তাদের অবহিত করেছে যে বাংলাদেশ সরকার এখন সব যোগ্য দেশের জন্য, ভুটানসহ, এই সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ভুটানি নাগরিকদের জন্য নির্দেশনা
এই সিদ্ধান্ত অনুযায়ী, ভুটানের পাসপোর্টধারীরা বাংলাদেশে ভ্রমণের সময় আগের মতোই ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিতে পারবেন। তবে প্রত্যেক ভ্রমণকারীকে বাংলাদেশে অবস্থানের ঠিকানা এবং ফেরার বিমান টিকিট সঙ্গে রাখতে হবে বলে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশেষ শ্রেণির ভ্রমণকারীদের ক্ষেত্রে করণীয়
নির্বাচন পর্যবেক্ষক, সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে ভ্রমণের আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে থিম্পুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগাম প্রস্তুতির আহ্বান

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় সব ভ্রমণকারীকে এই হালনাগাদ তথ্যটি গুরুত্বসহকারে বিবেচনা করে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে ভ্রমণের সময় কোনো ধরনের ভোগান্তি না হয়।
নির্বাচন সামনে রেখে বাংলাদেশের অবস্থান
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভিসা ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ১৪ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ভিসা প্রদান বন্ধ করছে না। যাঁরা আসতে চান, তাঁদের আবেদন করতে বলা হয়েছে এবং উদ্দেশ্য বৈধ হলে ভিসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে এবং কিছু অবাঞ্ছিত ব্যক্তি হঠাৎ করে দেশে প্রবেশের চেষ্টা করতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















