ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্যামপুর ঘোষবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের পরিচয়
নিহত যুবকের নাম রফিকুল ইসলাম। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি মুক্তাগাছা উপজেলার বাসিন্দা কাশেম আলীর ছেলে।
ঘটনার বিবরণ
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

হাসপাতালে মৃত্যু
আহত অবস্থায় রফিকুল ইসলামকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন।
সারাক্ষণ রিপোর্ট 



















