নির্বাচনের দিনে তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাতে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোটের দিন ধর্মীয় ও নৈতিক প্রস্তুতির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
সমাবেশ থেকে নামাজ ও ভোটের আহ্বান
বৃহস্পতিবার সন্ধ্যার পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান এ আহ্বান জানান। তিনি বলেন, অনেকেই বলেন ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। কিন্তু এবার তিনি সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে মানসিক ও নৈতিকভাবে প্রস্তুতি নিয়ে প্রয়োজনে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। এরপর সকাল সাতটা থেকে ভোট শুরু হলে সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার কথা বলেন তিনি।

রাষ্ট্র ও দুর্নীতি নিয়ে বক্তব্য
তারেক রহমান বলেন, গত প্রায় ১৬ বছরে দেশের সবকিছু ধ্বংসের মুখে পড়েছে। রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের অর্থ ও সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। এই দুর্নীতি বন্ধ করতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে জনগণকেই সজাগ হয়ে এগিয়ে আসতে হবে।
জামায়াত প্রসঙ্গে কঠোর মন্তব্য
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বারবার ক্ষমতায় দেখার কথা বলছে। কিন্তু ১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের আত্মত্যাগে ও মা-বোনের সম্মানের বিনিময়ে। সেই সময় যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। সুতরাং নতুন করে তাদের দেখার মতো কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা
জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি দেশ গড়ার নির্বাচন, রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন এবং জনগণের শাসন প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করার সুযোগ। রাসুলে করিম (সা.)–এর ন্যায় পরহেজগারিতার ভিত্তিতে দেশ পরিচালনার প্রত্যয় নিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, লক্ষ্য একটাই—কাজ করব, দেশ গড়ব। এ উদ্দেশ্যে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশের অন্যান্য তথ্য
এর আগে দুপুরে সিলেট ও সুনামগঞ্জে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। পরে মৌলভীবাজারের শেরপুরে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জে পৌঁছান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
সারাক্ষণ রিপোর্ট 



















