যশোর শহরের যশোর-৩ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রচারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ব্যানার ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় ও স্থান
শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যশোর শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় যশোর-৩ আসনের জাতীয় পার্টি প্রার্থী খবির গাজীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলছিল।
জাতীয় পার্টির অভিযোগ
জাতীয় পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার জন্য ব্যবহৃত তিনটি ই-রিকশায় সাউন্ড সিস্টেম চলছিল। এ সময় শতাধিক জামায়াত সমর্থক একটি মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রচারণা ব্যাহত করেন। অভিযোগ অনুযায়ী, তারা মাইক্রোফোন ভাঙচুর করেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন। হামলার কারণে সাময়িকভাবে প্রচারণা বন্ধ হয়ে যায়। জাতীয় পার্টির দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার মিছিল চলাকালে হঠাৎ এ ঘটনা ঘটে। এতে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
জামায়াতের ব্যাখ্যা
জামায়াতে ইসলামীর যশোর জেলার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, তাদের একজন কর্মী ই-রিকশা সরানোর সময় অনিচ্ছাকৃতভাবে একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। তিনি জানান, তারা ঘটনাস্থলে গিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যানারটি বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তার দাবি, ঘটনাটি সামান্য হলেও বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

পুলিশের অবস্থান
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরুক আহমেদ জানান, পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা রিটার্নিং কর্মকর্তা নেবেন।
সারাক্ষণ রিপোর্ট 



















