ভারতে নিপা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ও মালয়েশিয়া দ্রুত ব্যবস্থা নিয়ে সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে তাপমাত্রা পরীক্ষা ও বিশেষ স্বাস্থ্য যাচাই শুরু করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অগ্রাধিকার তালিকায় থাকা নিপা ভাইরাসকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে ধরা হয়। দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি, উচ্চ মৃত্যুহার এবং কার্যকর টিকা বা নিরাময়ের অভাব এই ভাইরাসকে আরও ভয়ংকর করে তুলেছে। মৃত্যুহার প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ভারতে শনাক্ত দুই রোগী
গত ডিসেম্বরের শেষ দিকে ভারতের পশ্চিমবঙ্গে দুইজন স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাস শনাক্ত হয়। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একশ ছিয়ানব্বই জনের সংস্পর্শ শনাক্ত করা হয়েছে। তাদের কারও মধ্যে উপসর্গ পাওয়া যায়নি এবং সবাই পরীক্ষায় নেগেটিভ এসেছে। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নিপা নিয়ে ভুল ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে, তবে নজরদারি ও পরীক্ষার মাধ্যমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি নেপাল ও হংকং ও সতর্ক অবস্থানে যায়।
সিঙ্গাপুর ও হংকং এর পদক্ষেপ
সিঙ্গাপুরের সংক্রামক রোগ সংস্থা জানিয়েছে, ভারত থেকে আসা ঝুঁকিপূর্ণ এলাকার ফ্লাইটে বিমানবন্দরে তাপমাত্রা পরীক্ষা চালু করা হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া থেকে আগত অভিবাসী শ্রমিকদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং চিকিৎসকদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। সংস্থাটি আরও জানায়, সংক্রমণের জিনগত তথ্য আদানপ্রদানের জন্য বৈশ্বিক একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য গেটে গেটে তাপমাত্রা পরীক্ষা চালু করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগকে সহায়তা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থা
থাইল্যান্ডে নিপা সংক্রমিত এলাকা থেকে আসা বিমানের জন্য আলাদা পার্কিং নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের ইমিগ্রেশন পার হওয়ার আগে স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। মালয়েশিয়া ও আন্তর্জাতিক প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে এবং ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগতদের ওপর বাড়তি নজর রাখছে।
নেপাল ও চীনের সতর্কতা
ভারতের সঙ্গে ব্যস্ত সীমান্ত থাকা নেপাল উচ্চ সতর্কতা জারি করেছে। ভারত ও চীনের সঙ্গে সীমান্তবর্তী পয়েন্টগুলোকে সন্দেহভাজন যাত্রী শনাক্তে সজাগ থাকতে বলা হয়েছে। চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে এখনো নিপা শনাক্ত হয়নি, তবে বাইরে থেকে সংক্রমণ আসার ঝুঁকি রয়েছে।

ভারতে নিপার ইতিহাস
নিপা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল উনিশশো আটানব্বই সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। বিজ্ঞানীদের মতে, বাদুড়ের মাধ্যমে এটি বহু শতাব্দী ধরে প্রকৃতিতে রয়েছে। ভারতে বিশেষ করে কেরালা রাজ্যে মাঝেমধ্যে নিপা সংক্রমণের ঘটনা ঘটে এবং দুই হাজার আঠারো সাল থেকে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক দুটি ঘটনা প্রায় দুই দশকের মধ্যে প্রথম, এর আগে দুই হাজার সাত সালে সেখানে প্রাণঘাতী সংক্রামক দেখা গিয়েছিল।
সারাক্ষণ রিপোর্ট 


















