সারাক্ষণ ডেস্ক
বিটিএস তারকা “ভি” এর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’। সেই অ্যালবাম প্রকাশের ঠিক ছয় মাস পর ইংরেজি একক গান ‘ফ্রেন্ডস’ প্রকাশ করছেন।
১৫ মার্চ বেলা একটায় গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছে “ভি”র এজেন্সি বিগ হিট মিউজিক। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।
ইতিমধ্যে বৈশ্বিক ফ্যান কমিনিউটি প্ল্যাটফর্ম উইভার্সে গানের কয়েকটি টিজার প্রকাশওকরেছে বিগ হিট মিউজিক।
ইংরেজি ভাষায় লেখা গানটি ‘রিদম অ্যান্ড ব্লুজ’ জনরার গান। এই গানে তুলে আনা হয়েছে প্রেম।
এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রশিক্ষণে আছেন ভি। প্রশিক্ষণে যোগ দেওয়ার আগে গত বছরের ডিসেম্বরে গানটি রেকর্ড করেন তিনি।
 
																			 Sarakhon Report
																Sarakhon Report								 
















