বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও সাজানো বলে দাবি করেছে বিসিবি।

এই গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার সন্ধ্যায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বোর্ড।
শুক্রবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিসিবি সভাপতি বুলবুলকে তদন্ত করছেন বোর্ডের ইন্টেগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল।
তবে এক বিবৃতিতে বিসিবি এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেয়। বিবৃতিতে অ্যালেক্স মার্শালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিসিবির সভাপতি ও দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। বিষয়টিকে গুরুতর হিসেবে দেখছে বোর্ড।
বিসিবি জানিয়েছে, এই ‘মিথ্যা প্রচারণার’ সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















