সারাক্ষণ প্রতিবেদক
দেশের শোবিজ অঙ্গনের নন্দিতমুখ অভিনেত্রী জয়া আহসান। যিনি তার সুনিপুণ অভিনয়ের যাদুবলে দেশের গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলার দর্শকমনেও নিজের স্থায়ী অবস্থান তৈরি করে নিয়েছেন।

শুধু কি তাই, টলিউডের সীমানা পেরিয়ে বলিউডেও শুরু হয়েছে তার পদচারণা। বলিউডের আলোচিত ছবি ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে গত বছর বলিউডে পা রাখেন বাংলার জনপ্রিয় চিত্র তারকা জয়া আহসান।

এবার গুণী এই নির্মাতার টলিউডের সিনেমা “ডিয়ার মা” অভিনয় করছেন জয়া আহসান। সম্প্রতি শুরু হয়েছে এর শুটিং যা নিয়ে কলকাতায় এখন ব্যস্ত সময় পার করছেন জয়া।
Sarakhon Report 



















