০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

ফেরদৌস হাসানের ঈদ নাটকে তারা

  • Sarakhon Report
  • ০৫:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 59

সারাক্ষণ প্রতিবেদক

দেশের গুনী নাট্যকার, নির্মাতা ফেরদৌস হাসানের রচনা ও  পরিচালনায় আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য ‘সানগ্লাস’ নাটকে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত দুই গুনী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত।এছাড়াও এই নাটকে আরো অভিনয় করেছেন আশিক চৌধুরী, রেজমিন সেতু প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন,‘ সানগ্লাস নাটকটি একটি কমেডি ঘরানার নাটক। ফেরদৌস হাসানের নিজস্ব একটি ঘরানা আছে। সেই ঘরানাতেই তিনি নাটক নির্মাণ করতে স্বা”ছন্দ্যবোধ করেন। দীর্ঘদিন পর তকার নির্দেশনায় নাটকে কাজ করে বেশ ভালো লাগলো।

তাছাড়া এই নাটকে বহুদিন পর দিলারা আপার সঙ্গে কাজ করার সুযোগ হলো। নাটকে কাজের ফাঁকে ফাঁকে স্মৃতি কথায় শর্মিলী আহমেদ’র কথাও উঠে এসেছিলো। সত্যি বলতে কী আমরা এরইমধ্যে অনেককে হারিয়েছি। তাদের কথা মনে হলে ভীষণ কষ্ট হয়। ধন্যবাদ ফেরদৌস হাসানকে সুন্দর গল্পে নাটক নির্মাণ করার জন্য।’

দিলারা জামান বলেন,‘ ফেরদৌস হাসানের নির্দেশনায় বহু নাটকে কাজ করেছি। অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন তিনি। সবচেয়ে বড় কথা তার নাটকে একটা কিছু বলার চেষ্টা থাকে যা আমাদের জন্য কল্যাণকর।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন,‘ বাংলাদেশের দুজন জীবন কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় আবুল হায়াত স্যার ও শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করার সৌভাগ্য সবার হয়না। আমার হয়েছে। এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। তাদের সঙ্গে আরো কাজ করে নিজেকে সমৃদ্ধ করতে চাই। আর দুজনই ভীষণ ভালো মনের মানুষ। তাদের জন্য অনেক দোয়া। ধন্যবাদ ফেরদৌস হাসান ভাই আমাকে এই কাজে সম্পৃক্ত করার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞ।’

রেজমিন সেতু বলেন,‘ ফেরদৌস হাসান রানা স্যারের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ করা। সবমিলিয়ে আমার চমৎকার অভিজ্ঞতা হলো। আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম আবুল হায়াত স্যার দিলারা ম্যাডামের সঙ্গে একই নাটকে কাজ করা নিয়ে। আমি খুব আশাবাদী সানগ্লাস নাটকটি নিয়ে।’

উল্লেখ্য, আশিক চৌধুরী মুন্সীগঞ্জের সন্তান। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও মডেল হিসেবে সমাদৃত হয়েছেন। এছাড়া সিনেমাতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। রেজমিন সেতু আশীষ রায় পরিচালিত দীপ্ত টিভিতে প্রচারিত ‘জবা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তবে বর্তমানে রেজমিন সেতু খণ্ড নাটকেই বেশি সময় দিচ্ছেন। আজ তিনি পূবাইলে আখম হাসানের বিপরীতে একটি খণ্ড নাটকে অভিনয় করেন।

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

ফেরদৌস হাসানের ঈদ নাটকে তারা

০৫:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

দেশের গুনী নাট্যকার, নির্মাতা ফেরদৌস হাসানের রচনা ও  পরিচালনায় আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য ‘সানগ্লাস’ নাটকে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত দুই গুনী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত।এছাড়াও এই নাটকে আরো অভিনয় করেছেন আশিক চৌধুরী, রেজমিন সেতু প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন,‘ সানগ্লাস নাটকটি একটি কমেডি ঘরানার নাটক। ফেরদৌস হাসানের নিজস্ব একটি ঘরানা আছে। সেই ঘরানাতেই তিনি নাটক নির্মাণ করতে স্বা”ছন্দ্যবোধ করেন। দীর্ঘদিন পর তকার নির্দেশনায় নাটকে কাজ করে বেশ ভালো লাগলো।

তাছাড়া এই নাটকে বহুদিন পর দিলারা আপার সঙ্গে কাজ করার সুযোগ হলো। নাটকে কাজের ফাঁকে ফাঁকে স্মৃতি কথায় শর্মিলী আহমেদ’র কথাও উঠে এসেছিলো। সত্যি বলতে কী আমরা এরইমধ্যে অনেককে হারিয়েছি। তাদের কথা মনে হলে ভীষণ কষ্ট হয়। ধন্যবাদ ফেরদৌস হাসানকে সুন্দর গল্পে নাটক নির্মাণ করার জন্য।’

দিলারা জামান বলেন,‘ ফেরদৌস হাসানের নির্দেশনায় বহু নাটকে কাজ করেছি। অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন তিনি। সবচেয়ে বড় কথা তার নাটকে একটা কিছু বলার চেষ্টা থাকে যা আমাদের জন্য কল্যাণকর।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন,‘ বাংলাদেশের দুজন জীবন কিংবদন্তী শিল্পী শ্রদ্ধেয় আবুল হায়াত স্যার ও শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করার সৌভাগ্য সবার হয়না। আমার হয়েছে। এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। তাদের সঙ্গে আরো কাজ করে নিজেকে সমৃদ্ধ করতে চাই। আর দুজনই ভীষণ ভালো মনের মানুষ। তাদের জন্য অনেক দোয়া। ধন্যবাদ ফেরদৌস হাসান ভাই আমাকে এই কাজে সম্পৃক্ত করার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞ।’

রেজমিন সেতু বলেন,‘ ফেরদৌস হাসান রানা স্যারের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ করা। সবমিলিয়ে আমার চমৎকার অভিজ্ঞতা হলো। আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম আবুল হায়াত স্যার দিলারা ম্যাডামের সঙ্গে একই নাটকে কাজ করা নিয়ে। আমি খুব আশাবাদী সানগ্লাস নাটকটি নিয়ে।’

উল্লেখ্য, আশিক চৌধুরী মুন্সীগঞ্জের সন্তান। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও মডেল হিসেবে সমাদৃত হয়েছেন। এছাড়া সিনেমাতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। রেজমিন সেতু আশীষ রায় পরিচালিত দীপ্ত টিভিতে প্রচারিত ‘জবা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তবে বর্তমানে রেজমিন সেতু খণ্ড নাটকেই বেশি সময় দিচ্ছেন। আজ তিনি পূবাইলে আখম হাসানের বিপরীতে একটি খণ্ড নাটকে অভিনয় করেন।