বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

চায়নার করোনা টিকার বিরুদ্ধে গোপনে প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্র

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪, ১২.০৮ পিএম

রয়টার্স

করোনা মহামারি মোকাবিলায় চায়নার প্রচেষ্টাকে হেয় করতে একটি গোপন প্রচারণা শুরু করেছিল মার্কিন সেনাবাহিনী। প্রাথমিকভাবে ফিলিপাইনে চায়নার উঠতি প্রভাব ঠেকানোই ছিল এর উদ্দেশ্য। সে সময় যেসব দেশে ব্যাপকভাবে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়, ফিলিপাইন ছিল সেসবের একটি।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এসকল অপপ্রচার ২০২১ সালের মাঝামাঝি বন্ধ হওয়ার আগে দক্ষিণ–পূর্ব এশিয়া ছাপিয়ে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

পেন্টাগনের একজন মুখপাত্র প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ যোগাযোগের একাধিক প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন। এ প্রচারণার লক্ষ্য ছিল, যুক্তরাষ্ট্র, এর মিত্রদেশগুলো ও শরিকদের বিরুদ্ধে চায়নার নেতিবাচক প্রভাবযুক্ত প্রচার-প্রচারণা ঠেকানো। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ ছড়াচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়াতে চায়না একটি প্রচারণাও শুরু করেছিল।

গতকাল শুক্রবার রয়টার্সের প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা এ গোপন প্রচারণার কথা স্বীকার করেছেন।

 দক্ষিণ আফ্রিকায় জোট সরকারের প্রেসিডেন্ট হলেন রামাফোসা

বিবিসি

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা । তবে এবার জোট সরকার গড়তে হয়েছে তাঁকে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের ভোটাভুটিতে রাষ্ট্রপ্রধান হন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

রামাফোসার ‘জাতীয় ঐক্যের’ সরকারে জোট গড়েছে দেশটির ঐতিহ্যবাহী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), মধ্যডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং আরও কয়েকটি ছোট দল।

 

পিটিআই

জি ৭ সামিট :  জেলেনস্কি, ম্যাক্রঁ, সুনকের সঙ্গে পর পর বৈঠক মোদীর! অপেক্ষায় পোপ, মেলোনি

আপুলিয়া: জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে, শুক্রবার (১৪ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটালির আপুলিয়ার বিলাসবহুল বোরগো এগনাজিয়া রিসর্টে এই শীর্ষ সম্মেলন হচ্ছে।

জি৭ গোষ্ঠীর সদস্য না হওয়া সত্ত্বেও, একটি আউটরিচ দেশ হিসাবে ভারতকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল সম্মেলনে অংশ নেওয়ার আগে, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উষ্ণ আলিঙ্গনে কাছে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর পোপ দ্বিতীয় ফ্রান্সিস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-সহ আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে প্রধানমন্ত্রী মোদীকে ইটালিতে স্বাগত জানান ভারতীয় রাষ্ট্রদূত বাণী রাও।

 

টাইমস অব ইসরায়েল

গাজা উপকূলে স্থাপিত ভাসমান বন্দর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন সামরিক বাহিনী প্রত্যাশিত সমুদ্র পরিস্থিতির কারণে গাজার উপকূল থেকে অস্থায়ীভাবে তার মানবিক ঘাট অপসারণের প্রস্তুতি নিচ্ছে, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, মে মাসে এটি স্থাপন করার পর থেকে খারাপ আবহাওয়ার কারণে যে প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে তার সর্বশেষ চ্যালেঞ্জ।

গাজার কাছে ভাসমান মার্কিন সামরিক ঘাটটি সপ্তাহান্তে স্থগিত হওয়ার পর ছিটমহলে মানবিক সহায়তা আনা শুরু করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেছেন যে সমুদ্রের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত পিয়ারটি সম্ভবত ইসরায়েলি বন্দর আশদোদে স্থানান্তরিত করা হবে।

ডয়েসে ভেলে

সদস্যপদ নিয়ে ইউক্রেন-মলদোভার সঙ্গে আলোচনায় যাচ্ছে ইইউ

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরে সম্মেলনে যোগ দিয়েছেন ইইউ নেতারা। ছবি : এএফপি

জোটের নেতারা  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ প্রদানে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি, জর্জিয়াকে সদস্যপদ প্রার্থীর মর্যাদা প্রদানেও সম্মত হয়েছে ইইউ।এ বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের  একজন মুখপাত্র জানান, সদস্যপদ ও প্রার্থিতার প্রশ্নে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাঙ্গেরি শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করলেও এই উদ্যোগের বিরুদ্ধে ভেটো প্রদান করেনি। আগে থেকে নির্ধারিত ও গঠনমূলকভাবে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হলে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্মেলনের কক্ষ ত্যাগ করেন যখন  বাকি ২৬টি দেশের নেতারা ভোট প্রদানের কাজ শুরু করেন।

পরে ফেসবুকে এক ভিডিও বার্তায় ভিক্টর অরবান বলেন, ‘ইউক্রেনকে ইইউয়ের সদস্যপদ প্রদান করা একটি খারাপ সিদ্ধান্ত। হাঙ্গেরি এই খারাপ সিদ্ধান্তে অংশ নিতে চায় না। আর সে কারণেই সিদ্ধান্তের বাইরে আমাদের অবস্থান।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটা তার দেশ ও ইউরোপের জন্য একটি বিজয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024