বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

২৪ বছর পর উ: কোরিয়ায় পুতিন

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১১.৫৭ এএম

বিবিসি

২৪ বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান কিম জং-উন। পুতিনের অপেক্ষায় তিনি এত রাতেও পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে ছিলেন।

উড়োজাহাজ থেকে পুতিন নামতেই তাঁর সঙ্গে কিম উষ্ণ আলিঙ্গন করেন।

পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। গতকাল পূর্ব সাইবেরিয়ার শহর ইয়াকুতস্ক থেকে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা করেন পুতিন। অন্তত একটি যুদ্ধবিমান পুতিনকে বহনকারী উড়োজাহাজকে পাহারা দিয়ে উত্তর কোরিয়ায় নিয়ে যায়।

 

ইরানে ভূমিকম্প, নিহত ৪

এএফপি

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্পে চার ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১২০ জন।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে শহরটির বেশির ভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

তুরস্কের সীমান্তসংলগ্ন ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি।

এবারের হজে সাড়ে ৫০০ হজযাত্রীর মৃত্যু, অধিকাংশই মিশরীয়

এএফপি

ইতিমধ্যে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। এ বছর হজের সময় বিভিন্ন কারণে অন্তত সাড়ে ৫০০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই মৃত্যুর কারণ অতি গরম। মারা যাওয়াদের মধ্যে ৩২৩ জনই মিশরীয়। দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একজন কূটনীতিক জানান, মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। মিশরীয়দের বলতে গেলে সবাই তীব্র গরমের কারণে মারা গেছে বলে জানান তিনি।

অপরদিকে জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। কূটনীতিকরা বলছেন, আম্মান কর্তৃক মঙ্গলবারের (১৮ জুন) আগে দেওয়া এ সংখ্যা ছিল ৪১। এএফপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একাধিক দেশ থেকে পাওয়া তথ্য অনুসারে হজযাত্রী মৃতের সংখ্যা ৫৭৭। আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।ছড়াচ্ছে ভয়ঙ্কর রোগ, শরীরে বাসা বাঁধছে মাংসখেকো ব্যাকটেরিয়া, ৪৮ ঘণ্টাতেই মৃত্যু নিশ্চিত!

ভয়ঙ্কর এক রোগ ছড়িয়ে পড়েছে জাপানে

ভারতীয় গণমাধ্যম /TV 9 বাংলা

Streptococcal Toxic Shock Syndrome: এক গবেষক বলেন, “এই রোগে আক্রান্ত হলে ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় অধিকাংশ ক্ষেত্রেই। এই ব্যাকটেরিয়া প্রবেশ করলে, ধরা যাক রোগী সকালে লক্ষ্য করলেন যে পা ফুলে গিয়েছে। দুপুরের মধ্যে তা হাঁটু পর্যন্ত ছড়িয়ে যাবে। ৪৮ ঘণ্টার মধ্যে সংক্রমণে মৃত্যু হতে পারে।”

শরীরের ভিতর থেকে কুড়ে কুড়ে মাংস খেয়ে ফেলছে ব্যাকটেরিয়া! একবার শরীরে এই ব্যাকটেরিয়া ঢুকলে, ৪৮ ঘণ্টার মধ্য়ে মৃত্যু প্রায় নিশ্চিত। ভয়ঙ্কর এমনই এক রোগ ছড়িয়ে পড়েছে জাপানে। চলতি বছরেই আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুইছুই। মারণ এই ব্যাকটেরিয়াকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে দেশে।

বিরল রোগ স্ট্রেপটোকোকাল টক্সিক শক সিনড্রোম (streptococcal toxic shock syndrome)। এক ধরনের মাংসখেকো ব্যাকটেরিয়া থেকেই এই রোগ হয়। ন্যাশনাল ইন্সটিটিউট অব ইনফেকশিয়াস ডিজিজ-র তরফে জানানো হয়েছে, ২ জুন পর্যন্ত জাপানে ৯৭৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে। গত বছর জাপানে এই রোগে আক্রান্ত হয়েছিলেন ৯৪১ জন।

চিকিৎসক-গবেষকরা জানিয়েছেন, স্ট্রেপটোকোকাল টক্সিক শক সিনড্রোম এমনই এক ভয়ঙ্কর রোগ, যা আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। গ্রুপ এ স্ট্রেপটোককাস (GAS) রোগে মূলত শিশুরাই আক্রান্ত হয়। স্ট্রেপ থ্রোট-ও বলা হয় একে। এই সংক্রমণের প্রাথমিক উপসর্গ হল গলা ব্যথা বা গলা ফুলে যাওয়া। কিন্তু দ্রুত শারীরিক অবনতি হতে থাকে। হাত-পায়ের পেশীতে ব্য়থা, ফুলে যাওয়া, জ্বর, রক্তচাপ কমে যাওয়ার পর উপসর্গ দেখা যায়। শেষ পর্যায়ে নেক্রোসিস (কোষের মৃত্যু), শ্বাসকষ্ট, অঙ্গ-প্রতঙ্গ বিকল হয়ে যাওয়া এবং মৃত্যু হয়। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

বায়ুদূষণের শীর্ষে দিল্লি

আইকিউএয়ার

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৭তম নম্বরে রয়েছে ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৯০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র কিনশাসা, আবার ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, চতুর্থ অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা, যার স্কোর ১৫৭। পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

একই সঙ্গে ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকা কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন উইলিয়ামসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সময়টা একেবারেই ভালো যায়নি নিউজিল্যান্ডের। এই আসরের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। সাদা বলের বিশ্বকাপে তো শেষ সাতটি আসরে অন্তত সেমিফাইনালে খেলেছে তারা। এবারও ফেভারিট তকমা নিয়ে থাকা দলটির ব্যর্থতায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন কেইন উইলিয়ামসন।

কেইন উইলিয়ামসন

শুধু অধিনায়কত্বই ছাড়েননি উইলিয়ামসন, একই সঙ্গে ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকা কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ারকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাদা বলে অধিনায়কত্ব ছাড়ছেন উইলিয়ামসন। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে টেস্ট দলের দায়িত্বও ছাড়েন তিনি। আর কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় নিউজিল্যান্ডের হয়ে খেলতে বাধ্য নন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন উইলিয়ামসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024