০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
জুলাইয়ের আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা ফারাবীসহ রাবির ৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে পিটুনি হানি সিংহের পুনর্জাগরণ: দুবাইয়ের ছোট ঘর থেকে বিশ্বমঞ্চে তার ফিরে আসার গল্প কংগ্রেসের টালমাটাল অবস্থা: রাহুল গান্ধীর বারবার ‘হাওয়া হওয়া’ প্রশ্নের মুখে দুবাই এয়ারশো ২০২৫: বিশাল বিনিয়োগে বদলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিমান খাত পুরুষ ও নারীর জন্য আলাদা স্মুদি সাজেশন অবসাদের প্রথম ১৮০ দিনই সবচেয়ে ঝুঁকিপূর্ণ: গবেষণায় নতুন সতর্কবার্তা আরামের গুরুত্ব: শিশুদের ঘুমের জন্য সঠিক ঘুমের পোশাক কেন জরুরি দুবাইয়ের লাইব্রেরিয়ান থেকে বিশ্বব্যাপী গল্প-আন্দোলন: ইউনেস্কোর স্বীকৃতি পেল রঘুনাথের উদ্যোগ আইডিএফ–এর ‘হামাস গ্রাম’ প্রশিক্ষণকেন্দ্রের ভেতরে: আরবান গেরিলা যুদ্ধের নতুন রূপরেখা ঘরকে মাকড়সার হাত থেকে রক্ষা করুন—জালমুক্ত রাখার ৮টি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর উপায়

উত্তরার আগুন লাগার ঘটনা কী রহস্যঘেরা?

  • Sarakhon Report
  • ০৭:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • 43


ফয়সাল আহমেদ

উত্তরার ১১ নং সেক্টরের কাঁচাবাজারের বেডিং মার্কের্ট, কাঁচা বাজার ও ভাঙারির দোকানে গত ১২ মার্চ  রাতে ভয়াবহ আগুন লাগে।

ওই আগুনে মানুষ পুড়ে মারা না গেলেও পুড়ে মারা গেছে অনেক অসহায় প্রাণী। আগুনের সূত্রপাতের স্থান অনেকে ধারনা করছেন ভাঙারির দোকান, তবে শর্ট সার্কিট বা কোন গ্যাস লিকেজের স্থান চিহ্নিত হয়নি।

বৃহস্পতিবার ১৪ মার্চ, দুপুরে বাজারটির বর্তমান অবস্থা জানতে সেখানে সরোজমিনে যাওয়া হয়। স্থানীয় কিছু লোকের কাছ থেকে কথা বলে জানা যায়, তাদের মতে বাজারের পাশে ভাঙারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর ওই দোকান থেকে আগুন লাগে কাঁচাবাজারে। এই আগুন কাঁচাবাজার থেকে ছড়িয়ে পড়ে ফার্নিচারের দোকানে। আগুন নেভানোর আগেই ফার্নিচারের দোকানগুলো সম্পুর্ণ পুড়ে যায়। যার ফলে ফার্নিচার ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়েছে বলে  জানাচ্ছে।এমনকি ওই আগুনের কাঁচাবাজারে বিভিন্ন প্রকার জীবিত প্রাণী যেমন – হাঁস -মুরগী,কবুতর, খাসি,গরু সবই পুড়ে মারা যায় আগুনে।
অন্যদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানাচ্ছে, আগুন লাগার ঘটনা ছিল পুরোটাই ষড়যন্ত্রমূলক। এর পেছনের এক ধরনের  দখল বাণিজ্যে কাজ করেছে।

ফার্নিচারের দোকানিরা জানায়, ঈদ উপলক্ষে মাত্র এক সপ্তাহ আগে নতুন ফার্নিচার  এবং ফার্নিচার তৈরির উপাদান ফোম তুলেছিলেন দোকানে। সবই দোকানে আনা হয়েছেল ঋনের টাকায়। আশা ছিল  ব্যবসা করে লোন শোধ  করবে। অথচ আগুন লাগায় ফলে সেই স্বপ্ন সম্পুর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই লোন কিভাবে পরিশোধ করবে সেটাই ব্যবসা করার থেকে ব্যবসায়ীদের বড় চিন্তা।

সাধারণ মানুষের অভিযোগ, ফায়ারসার্ভিস বাজারের ঠিক পাশেই। তারপরও  তাদেরআসতে ৩০ মিনিটের বেশি সময় লেগেছে। আর আগুন জ্বলেছে মাত্র ২০ মিনিট।
আর এই ২০ মিনিটেই জমজমাট বাজারটি পুড়ে মাটিতে মিশে গিয়েছে। সাথে ছাই হয়ে গিয়েছে ব্যবসায়ীদের স্বপ্ন!
জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা ফারাবীসহ রাবির ৩ শিক্ষার্থীকে তুলে নিয়ে পিটুনি

উত্তরার আগুন লাগার ঘটনা কী রহস্যঘেরা?

০৭:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪


ফয়সাল আহমেদ

উত্তরার ১১ নং সেক্টরের কাঁচাবাজারের বেডিং মার্কের্ট, কাঁচা বাজার ও ভাঙারির দোকানে গত ১২ মার্চ  রাতে ভয়াবহ আগুন লাগে।

ওই আগুনে মানুষ পুড়ে মারা না গেলেও পুড়ে মারা গেছে অনেক অসহায় প্রাণী। আগুনের সূত্রপাতের স্থান অনেকে ধারনা করছেন ভাঙারির দোকান, তবে শর্ট সার্কিট বা কোন গ্যাস লিকেজের স্থান চিহ্নিত হয়নি।

বৃহস্পতিবার ১৪ মার্চ, দুপুরে বাজারটির বর্তমান অবস্থা জানতে সেখানে সরোজমিনে যাওয়া হয়। স্থানীয় কিছু লোকের কাছ থেকে কথা বলে জানা যায়, তাদের মতে বাজারের পাশে ভাঙারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর ওই দোকান থেকে আগুন লাগে কাঁচাবাজারে। এই আগুন কাঁচাবাজার থেকে ছড়িয়ে পড়ে ফার্নিচারের দোকানে। আগুন নেভানোর আগেই ফার্নিচারের দোকানগুলো সম্পুর্ণ পুড়ে যায়। যার ফলে ফার্নিচার ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়েছে বলে  জানাচ্ছে।এমনকি ওই আগুনের কাঁচাবাজারে বিভিন্ন প্রকার জীবিত প্রাণী যেমন – হাঁস -মুরগী,কবুতর, খাসি,গরু সবই পুড়ে মারা যায় আগুনে।
অন্যদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানাচ্ছে, আগুন লাগার ঘটনা ছিল পুরোটাই ষড়যন্ত্রমূলক। এর পেছনের এক ধরনের  দখল বাণিজ্যে কাজ করেছে।

ফার্নিচারের দোকানিরা জানায়, ঈদ উপলক্ষে মাত্র এক সপ্তাহ আগে নতুন ফার্নিচার  এবং ফার্নিচার তৈরির উপাদান ফোম তুলেছিলেন দোকানে। সবই দোকানে আনা হয়েছেল ঋনের টাকায়। আশা ছিল  ব্যবসা করে লোন শোধ  করবে। অথচ আগুন লাগায় ফলে সেই স্বপ্ন সম্পুর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই লোন কিভাবে পরিশোধ করবে সেটাই ব্যবসা করার থেকে ব্যবসায়ীদের বড় চিন্তা।

সাধারণ মানুষের অভিযোগ, ফায়ারসার্ভিস বাজারের ঠিক পাশেই। তারপরও  তাদেরআসতে ৩০ মিনিটের বেশি সময় লেগেছে। আর আগুন জ্বলেছে মাত্র ২০ মিনিট।
আর এই ২০ মিনিটেই জমজমাট বাজারটি পুড়ে মাটিতে মিশে গিয়েছে। সাথে ছাই হয়ে গিয়েছে ব্যবসায়ীদের স্বপ্ন!