০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি প্রাক্তন মালয়েশিয়ার নেতা মাহাথিরের ১০০তম জন্মদিন ইরানের “ছায়া ব্যাংকিং” তেলের অবৈধ বাণিজ্য নেটওয়ার্কে নিষেধাজ্ঞা যেভাবে শুরু হয়েছিলো গুলশানের হলি আর্টিজান হামলা জঙ্গী হামলা সংখ্যালঘুদের বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া ও তাদের ওপর সংহিসতা চলমান দেশের ৬৮টি নদীতে পানি বেড়েছে আগামী সাত দিন অব্যাহত বৃষ্টি : ঢাকার কিচেন মার্কেটে মূল্যবৃদ্ধির আশঙ্কা টি-২০ সিরিজে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ কতটা বাংলাদেশের কবিতা কখন প্রগতিশীল আন্দোলনের সাথী হয় জুলাইয়ের নেতৃত্বের বিলাসিতা ও শিক্ষার্থীদের হতাশা

পাকিস্তানের নওশেরায় এক সাংবাদিককে গুলি করে হত্যা 

  • Sarakhon Report
  • ১০:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 21
সারাক্ষণ ডেস্ক:
পুলিশ জানায়, রবিবার পাকিস্তানের পেশোয়ারের  এক সাংবাদিককে গতকাল অজ্ঞাত বন্দুকধারীরা নওশেরার আকবরপুরা এলাকায় গুলি করে হত্যা করে।
এই ঘটনার পর গুলিতে নিহত সাংবাদিকের ভাই আনোয়ার জেব আকবরপুরা থানায় একটি এফআইআর দায়ের করে। এফ আই আর সূত্রে জানা যায়, আনোয়ার জেব ও তার ভাই হাসান জেব একটি গাড়িতে করে যাচ্ছিল । পথিমধ্যে, দু’জন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী তার ভাইকে লক্ষ্য করে গুলি করে।
আনোয়ার জেব জানান,  গুলিতে তিনি অক্ষত থাকলেও তার ভাই ঘটনাস্থলেই নিহত হয়। এফ আই আর দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
হাসান জেব পেশোয়ার ভিত্তিক একটি উর্দু দৈনিক আজে’র সাথে যুক্ত ছিল। এ ছাড়া সে খাইবার ইউনিয়ন অফ জার্নালিস্ট এবং পেশোয়ার প্রেসক্লাবের সদস্য ছিলেন। সে স্বাস্থ্য এবং শহরের নিউজ কভার করত।
সোমবার খাইবার ইউনিয়ন অফ জার্নালিস্ট  পেশোয়ার প্রেসক্লাবের বাইরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ইতোমধ্যে কেপি’র মুখ্যমন্ত্রী আল আমিন খান গান্ধাপুর এবং গভর্নর ফয়সাল করিম এই সাংবাদিক হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী গান্দাপুর এই হত্যাকাণ্ডের একটি রিপোর্ট চেয়েছেন এবং একটি নির্দেশনা জারি করে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, জুন মাসের ১৮ তারিখে সাংবাদিক খলিল জিবরানকে লাল্ডি কোটাল  এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মে মাসের একুশ তারিখে  মিজান শাহতে সিটিজেন জার্নালিস্ট কামরান দাওয়ারকে আততায়ীরা গুলি করে হত্যা করে।
পুলিশ জানাই মিস্টার দাওয়াত তার তাকতি গ্রামে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়ে। গুলিতে মিস্টার টাওয়ার মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি

পাকিস্তানের নওশেরায় এক সাংবাদিককে গুলি করে হত্যা 

১০:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
সারাক্ষণ ডেস্ক:
পুলিশ জানায়, রবিবার পাকিস্তানের পেশোয়ারের  এক সাংবাদিককে গতকাল অজ্ঞাত বন্দুকধারীরা নওশেরার আকবরপুরা এলাকায় গুলি করে হত্যা করে।
এই ঘটনার পর গুলিতে নিহত সাংবাদিকের ভাই আনোয়ার জেব আকবরপুরা থানায় একটি এফআইআর দায়ের করে। এফ আই আর সূত্রে জানা যায়, আনোয়ার জেব ও তার ভাই হাসান জেব একটি গাড়িতে করে যাচ্ছিল । পথিমধ্যে, দু’জন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী তার ভাইকে লক্ষ্য করে গুলি করে।
আনোয়ার জেব জানান,  গুলিতে তিনি অক্ষত থাকলেও তার ভাই ঘটনাস্থলেই নিহত হয়। এফ আই আর দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
হাসান জেব পেশোয়ার ভিত্তিক একটি উর্দু দৈনিক আজে’র সাথে যুক্ত ছিল। এ ছাড়া সে খাইবার ইউনিয়ন অফ জার্নালিস্ট এবং পেশোয়ার প্রেসক্লাবের সদস্য ছিলেন। সে স্বাস্থ্য এবং শহরের নিউজ কভার করত।
সোমবার খাইবার ইউনিয়ন অফ জার্নালিস্ট  পেশোয়ার প্রেসক্লাবের বাইরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ইতোমধ্যে কেপি’র মুখ্যমন্ত্রী আল আমিন খান গান্ধাপুর এবং গভর্নর ফয়সাল করিম এই সাংবাদিক হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী গান্দাপুর এই হত্যাকাণ্ডের একটি রিপোর্ট চেয়েছেন এবং একটি নির্দেশনা জারি করে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, জুন মাসের ১৮ তারিখে সাংবাদিক খলিল জিবরানকে লাল্ডি কোটাল  এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মে মাসের একুশ তারিখে  মিজান শাহতে সিটিজেন জার্নালিস্ট কামরান দাওয়ারকে আততায়ীরা গুলি করে হত্যা করে।
পুলিশ জানাই মিস্টার দাওয়াত তার তাকতি গ্রামে ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়ে। গুলিতে মিস্টার টাওয়ার মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।