মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় তরুণ সেনা কর্মকর্তার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন কর্মকর্তা-কার্মচারীদের চলমান মামলা সাত দিনের মধ্যে তুলে নিতে উদ্যোগ  প্রকৃতিবিদের কাহিনী (কাহিনী-৩৭) শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতির প্রধান চ্যালেঞ্জ হবে অর্থনীতি সঠিক পথে আনা ক্ষমতার ভারসাম্যর মাধ্যমে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে –সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে – গোলাম মোহাম্মদ কাদের অধীরের বদলে কেন শুভঙ্করের হাতে পশ্চিমবঙ্গের কংগ্রেস? মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-১৬) জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি গাজরের  যাদুকরী রেসিপিগুলো: নতুন নতুন স্বাদ

আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, ১২ দিন ধরে কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২.৩৩ পিএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, ১২ দিন ধরে কারাগারে”

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জন্মসনদ অনুযায়ী তার বয়স ১৬ বছর ১০ মাস। গ্রেপ্তারের পর ১২ দিন ধরে রংপুর কারাগারে বন্দী রয়েছে সে। পুলিশ মামলায় তার বয়স উল্লেখ করেছে ১৯ বছর।

এই কিশোর রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) ছাত্র। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (প্রশাসন) সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ছেলেটি তাঁদের প্রতিষ্ঠানের ছাত্র। সে রংপুর কারাগারে বন্দী আছে বলে গতকাল বুধবার জানতে পেরেছেন।

এই শিক্ষার্থীর বাবা রংপুরের পার্কের মোড়ে স্টুডিও ব্যবসা করেন। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আবু সাঈদ নিহত হন ১৬ জুলাই। আর তাঁর ছেলে বাড়ি থেকে বের হয় ১৮ জুলাই দুপুরে। এরপর সে মডার্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে। তিনি শুনেছেন, তাঁর ছেলের পায়ে পুলিশ গুলি করেছে। এ কারণে সে পালাতে পারেনি। ওই দিন রাতে তাঁকে ফোন করে বলা হয়েছিল, তাঁর ছেলে পুলিশি হেফাজতে আছে। পরদিন ছেড়ে দেওয়া হবে। কিন্তু ছেলেটিকে ছেড়ে না দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “টিকটকের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় ৫৭ কর্মী হাসপাতালে ভর্তি”

সিঙ্গাপুরে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়া এসব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাইটড্যান্স জানায়, গতকাল মঙ্গলবার ৬০ জন গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাইটড্যান্সের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের কর্মীদের অসুস্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিবিসি জানতে পেরেছে, বাইটড্যান্সের অফিসগুলোতে কোনো খাবার প্রস্তুত বা রান্না করা হয় না। তারা তৃতীয় পক্ষের ক্যাটারারদের সাহায্যে কর্মীদের খাবার সরবরাহ করে থাকে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের বিজনেস ডিস্ট্রিক্টের ওই ভবনে অসুস্থ কর্মীদের চিকিৎসা দেওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

বাইটড্যান্সের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আক্রান্ত কর্মীদের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’

তারা আরও জানায়, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।

সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘খাদ্য সরবরাহকারীদের অবশ্যই ভাল খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এসএফএ।’

২০১২ সালে চীনা উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত বাইটড্যান্স চীনে শর্ট ভিডিও অ্যাপ ‘ডোয়িন’ দিয়ে প্রথম বড় সাফল্য পেয়েছিল। এক বছর পর তারা ডোয়িনের আন্তর্জাতিক সংস্করণ ‘টিকটক’ চালু করে। চীন বাদে বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে টিকটকের।

বর্তমানে এটি সিঙ্গাপুর এবং লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি সীমিত দায়বদ্ধ সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। তবে মূলত এটি বাইটড্যান্সের মালিকানাধীন।

 

বণিক বার্তার একটি শিরোনাম “১১ আগস্টের আগ পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত”

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে বোর্ড।

 

 

মানবজমিনের একটি শিরোনাম “সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি”

সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) এখন এক বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ৬ আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।’
এসময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি বলেন, মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়।

আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024