
উজ্জল রোদ
স্বদেশ রায়
সুন্দর রোদের জন্যে কখনও কখনও
গভীর রাতেও মানুষেরা প্রার্থনা করে।
মানুষের প্রার্থনা মানুষের নিঃশ্বাসেই গাঢ় হয়, ঘন হয়
বাড়ে কেবলই নিঃশ্বাস-
নিঃশ্বাসের মতই সুক্ষ্ম দেহে
গভীর রাতে মানুষের মাঝেই
নেমে আসে সুন্দর রোদ।
আকাঙ্খিত’শরীরে ওই রোদ
কেবলই উজ্জল থেকে উজ্জলতর
রোদ হয়, জমা হয় অনেক অনেক রোদ।
তপ্ত নয়, পুড়িয়ে দেবার জন্যে নয়, কেবলই উজ্জল-
উজ্জল, উজ্জল আর উজ্জল।

Sarakhon Report 



















