০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
আলোচনার পরিবর্তে কেন শিক্ষকদের ওপর সহিংসতা — প্রশ্ন জিএম কাদেরের রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডের ৯ রানে জয়; ওয়েস্ট ইনডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল কিউইরা নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক নাটোরে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা বেতন কাঠামো উন্নয়ন ও উপদেষ্টাদের পদত্যাগ দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাজশাহীতে তাপমাত্রা নেমে ১৬.৫ ডিগ্রিতে: শীতের আগমনী বার্তা মোহাম্মদপুরে গ্যারেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন শীতের আরাম নিশ্চিত করুন: বাংলাদেশে কোন গিজারগুলো সেরা ঢাকা-খুলনাসহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ ব্যাংকঅ্যাশিওরেন্স: শোকাহত পরিবারের পাশে দ্রুত সহায়তা

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৯)

  • Sarakhon Report
  • ০৬:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 40

সুবীর বন্দ্যোপাধ্যায়

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং মায়া-অর্থনীতি

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং দেওয়াল লিখন-পাঠ আমাদের মায়া-অর্থনীতির আরেক দিক সম্পর্কেও কিছু তথ্য সরবরাহ করে। বিশিষ্ট গবেষক এ্যানথনি এ্যান্ড্রস (Anthony Andrews)-এর তথ্য থেকেও এ বিষয়ে কিছু সংবাদ আমরা পেয়ে যাই। বাণিজ্য-অর্থনীতির প্রধান উপাদানও ছিল প্রধানত কৃষিব্যবস্থা। প্রাচীন মায়া জনগোষ্ঠীর অর্থনীতিকে একটা আকার দিয়েছিল কৃষি, চাষ-আবাদের সম্পূর্ণ কাঠামো।

কিন্তু এইসঙ্গে কারো কারো মতে বাণিজ্য- অর্থনীতি এবং সেই সূত্রে পেশা-কাঠামোকে সমৃদ্ধ করার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে সম্পদের সুষম বণ্টন। দ্বিতীয় কারণ হল বাণিজ্যিক কেন্দ্রগুলির উন্নয়ন। এ প্রসঙ্গে আমরা প্রত্নতাত্ত্বিক চার্লস লিনকন-এর অভিমত উল্লেখ করতে পারি। লিনকন বলেছেন ক্লাসিক এবং ক্লাসিক উত্তর যুগে চিচেন ইতজা মেসোআমেরিকান সভ্যতার অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।

এই অঞ্চলে পরবর্তীকালে মায়াদের বসতি ও জনপদ গড়ে উঠেছিল। এইসব নতুন জনবসতি এবং অভিবাসন প্রক্রিয়ার ফলে নতুন বাণিজ্যিক লেনদেনের প্রয়োজন হয়েছিল। এর স্বাভাবিক প্রতিফল হিসেবে অঞ্চলের সাধারণ নাগরিক এবং বাইরে থেকে আসা জনগোষ্ঠী ঐ অঞ্চলের ও নগরের পেশা এবং বহুবিধ জীবিকার মধ্যে সম্পৃক্ত হয়েছিল। এই প্রসঙ্গকে প্রসারিত করে আরো বলা যায় বাণিজ্যিক পরিকাঠামোর এই উন্নয়ন ঘটেছিল ক্লাসিক, ক্লাসিক-উত্তর এবং প্রাস্তিক-ক্লাসিক যুগে।

এই বাণিজ্যিক উন্নয়ন মায়া জনগোষ্ঠীকে নানাবিধ দ্রব্য সংগ্রহে সাহায্য করেছিল। আবার অন্যদিকে কিছু গবেষক মনে করেন ক্লাসিক ও ক্লাসিক-পরবর্তী যুগের কিছু অঞ্চলের জনসংখ্যা কমে গিয়েছিল কৃষিকাজের ত্রুটি ও অবনতির জন্য। এই কৃষি ও চাষ ফলনের অবনতির কারণ হিসেবে ছিল খরা, বনাঞ্চলের অবনতি, ব্যাপক হারে গাছ-গাছালি কাটা। এইসঙ্গে ইতিবচক দিক ছিল এর উন্নতমাত্রার সেচ।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৮)

জনপ্রিয় সংবাদ

আলোচনার পরিবর্তে কেন শিক্ষকদের ওপর সহিংসতা — প্রশ্ন জিএম কাদেরের

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৯)

০৬:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সুবীর বন্দ্যোপাধ্যায়

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং মায়া-অর্থনীতি

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং দেওয়াল লিখন-পাঠ আমাদের মায়া-অর্থনীতির আরেক দিক সম্পর্কেও কিছু তথ্য সরবরাহ করে। বিশিষ্ট গবেষক এ্যানথনি এ্যান্ড্রস (Anthony Andrews)-এর তথ্য থেকেও এ বিষয়ে কিছু সংবাদ আমরা পেয়ে যাই। বাণিজ্য-অর্থনীতির প্রধান উপাদানও ছিল প্রধানত কৃষিব্যবস্থা। প্রাচীন মায়া জনগোষ্ঠীর অর্থনীতিকে একটা আকার দিয়েছিল কৃষি, চাষ-আবাদের সম্পূর্ণ কাঠামো।

কিন্তু এইসঙ্গে কারো কারো মতে বাণিজ্য- অর্থনীতি এবং সেই সূত্রে পেশা-কাঠামোকে সমৃদ্ধ করার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে সম্পদের সুষম বণ্টন। দ্বিতীয় কারণ হল বাণিজ্যিক কেন্দ্রগুলির উন্নয়ন। এ প্রসঙ্গে আমরা প্রত্নতাত্ত্বিক চার্লস লিনকন-এর অভিমত উল্লেখ করতে পারি। লিনকন বলেছেন ক্লাসিক এবং ক্লাসিক উত্তর যুগে চিচেন ইতজা মেসোআমেরিকান সভ্যতার অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।

এই অঞ্চলে পরবর্তীকালে মায়াদের বসতি ও জনপদ গড়ে উঠেছিল। এইসব নতুন জনবসতি এবং অভিবাসন প্রক্রিয়ার ফলে নতুন বাণিজ্যিক লেনদেনের প্রয়োজন হয়েছিল। এর স্বাভাবিক প্রতিফল হিসেবে অঞ্চলের সাধারণ নাগরিক এবং বাইরে থেকে আসা জনগোষ্ঠী ঐ অঞ্চলের ও নগরের পেশা এবং বহুবিধ জীবিকার মধ্যে সম্পৃক্ত হয়েছিল। এই প্রসঙ্গকে প্রসারিত করে আরো বলা যায় বাণিজ্যিক পরিকাঠামোর এই উন্নয়ন ঘটেছিল ক্লাসিক, ক্লাসিক-উত্তর এবং প্রাস্তিক-ক্লাসিক যুগে।

এই বাণিজ্যিক উন্নয়ন মায়া জনগোষ্ঠীকে নানাবিধ দ্রব্য সংগ্রহে সাহায্য করেছিল। আবার অন্যদিকে কিছু গবেষক মনে করেন ক্লাসিক ও ক্লাসিক-পরবর্তী যুগের কিছু অঞ্চলের জনসংখ্যা কমে গিয়েছিল কৃষিকাজের ত্রুটি ও অবনতির জন্য। এই কৃষি ও চাষ ফলনের অবনতির কারণ হিসেবে ছিল খরা, বনাঞ্চলের অবনতি, ব্যাপক হারে গাছ-গাছালি কাটা। এইসঙ্গে ইতিবচক দিক ছিল এর উন্নতমাত্রার সেচ।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৫৮)