জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন
নিজস্ব প্রতিবেদক
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সকল ধর্মের মানুষ সমাধিকার ভোগ করে।
তিনি আজ বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্ত্বরে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠান- ২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ।
ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, এটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বিহারটির চলমান সমস্যাবলী সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেয়া হবে।
Sarakhon Report 



















