০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
অদৃশ্য বিপদে পৃথিবী ক্ষুদ্র প্লাস্টিক কণায় স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ সংকট আমেরিকার প্রতিষ্ঠার নেপথ্যের বৈপরীত্য ও আত্মসমালোচনা,গৌরব ও পাপের দ্বৈত মুখোশ উন্মোচন ‘গ্রিন ট্রি সাপ’—সবুজ পাতার আড়ালে লুকানো নীরব সৌন্দর্য আরব আমিরাতের আল আইন জাদুঘর—পাথর যুগ থেকে ইসলামি যুগের ঐতিহ্যের সেতুবন্ধন মিশরে সূচালো দাঁতওয়ালা ৮ কোটি বছর আগের সামুদ্রিক কুমিরের জীবাশ্ম আবিষ্কার আমেরিকার জন্মকথা—ইতিহাসের দ্বন্দ্ব, স্বাধীনতার গল্প ও মানবতার প্রতিচ্ছবি প্রযুক্তির অবক্ষয় ও পুনর্জাগরণের প্রশ্নে কোরি ডাক্টরোর নতুন দৃষ্টিভঙ্গি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৫) দক্ষিণ চীন সাগর ইস্যুতে আসিয়ান ঐক্যবদ্ধ কিস্তিতে কেনাকাটার নতুন যুগে তরুণ প্রজন্মের সহজ ঋণে গভীর ফাঁদ

ইমরান খান কোন সহিংস আন্দোলনে যাবেন না

  • Sarakhon Report
  • ০৬:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 129

নিজস্ব প্রতিবেদক

ইমরান খান তাঁর দলকে এ মুহূর্তে কোন সহিংস বা আন্দোলনে না যাবার পরামর্শ দিয়েছেন। যদিও পাকিস্তানে সরকার গঠন করা নিয়ে এখনও বহু সমীকরণ চলছে। মূলত চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তটি এখনও কেউ দেখতে পাচ্ছেন না। তাই এই সব সমীকরণের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত যদি ইমরাণ খানের সরকার গঠন করার অনুকূলে না যায়, তাহলে তাঁর দল বিরোধী আসনে বসবে।

ইমরান খানের দলের নেতা মুবাশ্বের মির করাচী থেকে সারাক্ষণকে জানান, মানুষ এবার ভোট কেন্দ্রে এসেছিলেন প্রচুর সংখ্যক। এবং তারা ভোটও দিয়েছেন ইমরান খানকে। এ কারণে তাদের দল ও নেতা মনে করেন, মানুষ যেহেতু তাদের পক্ষে আছে তাই বিজয় যে কোন মুহূর্তে তাদের ঘরেই আসবে। এ কারণে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া অন্য কোন পথের আন্দোলনে গিয়ে দলের জনপ্রিয়তা নষ্ট করতে চান না তারা। বরং সরকার গঠন করতে না পারলে বিরোধী দলে বসে সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদ করার পথেই তারা যাবে।

জনাব মীর মনে করেন, যদি ভোটের ফল চুরি না করা হতো তাহলে অন্য দলগুলোর আসন সংখ্যা খুবই কম হতো। ইমরান খানের পিটি্আই শুধু একক সংখ্যা গরিষ্ঠতা নয়, দুই তৃতীয়াংশের বেশী আসন পেতো।

তবে জামায়াতে ওলামা নেতা বর্ষীয়ান মওলনা ফজলের নেতৃত্বে ছোট ছোট বেশ কিছু রাজনৈতিক দল সহিংস আন্দোলনে করার পথে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অদৃশ্য বিপদে পৃথিবী ক্ষুদ্র প্লাস্টিক কণায় স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ সংকট

ইমরান খান কোন সহিংস আন্দোলনে যাবেন না

০৬:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ইমরান খান তাঁর দলকে এ মুহূর্তে কোন সহিংস বা আন্দোলনে না যাবার পরামর্শ দিয়েছেন। যদিও পাকিস্তানে সরকার গঠন করা নিয়ে এখনও বহু সমীকরণ চলছে। মূলত চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তটি এখনও কেউ দেখতে পাচ্ছেন না। তাই এই সব সমীকরণের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত যদি ইমরাণ খানের সরকার গঠন করার অনুকূলে না যায়, তাহলে তাঁর দল বিরোধী আসনে বসবে।

ইমরান খানের দলের নেতা মুবাশ্বের মির করাচী থেকে সারাক্ষণকে জানান, মানুষ এবার ভোট কেন্দ্রে এসেছিলেন প্রচুর সংখ্যক। এবং তারা ভোটও দিয়েছেন ইমরান খানকে। এ কারণে তাদের দল ও নেতা মনে করেন, মানুষ যেহেতু তাদের পক্ষে আছে তাই বিজয় যে কোন মুহূর্তে তাদের ঘরেই আসবে। এ কারণে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া অন্য কোন পথের আন্দোলনে গিয়ে দলের জনপ্রিয়তা নষ্ট করতে চান না তারা। বরং সরকার গঠন করতে না পারলে বিরোধী দলে বসে সংসদের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ প্রতিবাদ করার পথেই তারা যাবে।

জনাব মীর মনে করেন, যদি ভোটের ফল চুরি না করা হতো তাহলে অন্য দলগুলোর আসন সংখ্যা খুবই কম হতো। ইমরান খানের পিটি্আই শুধু একক সংখ্যা গরিষ্ঠতা নয়, দুই তৃতীয়াংশের বেশী আসন পেতো।

তবে জামায়াতে ওলামা নেতা বর্ষীয়ান মওলনা ফজলের নেতৃত্বে ছোট ছোট বেশ কিছু রাজনৈতিক দল সহিংস আন্দোলনে করার পথে রয়েছে।