০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
বিশ্ব অস্থিরতায় সোনার দামে রেকর্ড, তারপর হঠাৎ পতন কেন ভেনেজুয়েলার গণতন্ত্রের পথে নতুন বাঁক, অর্থনীতি খুললেও রাজনীতিতে অনাস্থা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ তিন ঘণ্টা পর স্বাভাবিক ভোটই ভবিষ্যতের চাবিকাঠি, ভুলের সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে ফখরুলের আহ্বান অর্থনীতি সংস্কার না হলে রাষ্ট্রই প্রশ্নের মুখে পড়বে ইরান ঘিরে যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির নজিরবিহীন সমাবেশ টি–টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার সুর ‘ফিল দ্য থ্রিল’ উন্মোচন আইসিসির মিনেসোটাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদ ইসরায়েল ও সৌদি আরবকে বিপুল অস্ত্র বিক্রিতে সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের বেলুচিস্তানে একযোগে হামলা ব্যর্থ, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত আটান্ন সন্ত্রাসী, শহীদ দশ

ডেঙ্গুর হঠাৎ ঊর্ধ্বগতি: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৭

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। রোববার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। এতে করে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ও আক্রান্তের পরিসংখ্যান আরও বেড়ে গেছে।

মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৯
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তর (ডিজিএইচএস) জানায়, নতুন পাঁচজনের মৃত্যু যোগ হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

নতুন মৃত্যুর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, বরিশাল বিভাগে দুজন এবং ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৮৭ জন
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭৭ জনে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৮৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর লিঙ্গভিত্তিক চিত্র
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের হার বেশি। মোট আক্রান্তের ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

মৃত্যুর ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা গেছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৭ শতাংশ নারী।

গত বছরের পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর একই সময়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ওই সময় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছিলেন ১ লাখ ৪০ জন রোগী।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অস্থিরতায় সোনার দামে রেকর্ড, তারপর হঠাৎ পতন কেন

ডেঙ্গুর হঠাৎ ঊর্ধ্বগতি: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৭

০৮:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। রোববার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। এতে করে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ও আক্রান্তের পরিসংখ্যান আরও বেড়ে গেছে।

মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৯
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তর (ডিজিএইচএস) জানায়, নতুন পাঁচজনের মৃত্যু যোগ হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

নতুন মৃত্যুর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, বরিশাল বিভাগে দুজন এবং ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৮৭ জন
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭৭ জনে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৮৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর লিঙ্গভিত্তিক চিত্র
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের হার বেশি। মোট আক্রান্তের ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

মৃত্যুর ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা গেছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৭ শতাংশ নারী।

গত বছরের পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর একই সময়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ওই সময় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছিলেন ১ লাখ ৪০ জন রোগী।