০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ইসলামী ব্যাংকে এক হাজার প্রশিক্ষণ সহকারী কর্মকর্তার বরণ শীর্ষ উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান অর্থনৈতিক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইরানে বিপ্লবী গার্ডের এক স্বেচ্ছাসেবক নিহত সঞ্চয়পত্রের সুদ কমলো, নতুন বছরে সংকটে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তরা জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক নয়, শোকের মুহূর্তে সৌজন্য রক্ষা করেছে সবাই: পররাষ্ট্র উপদেষ্টা নিউইয়র্কের রাজনীতিতে মুসলিমদের উত্থান, মামদানির জয়ে শহরের ক্ষমতার মানচিত্রে নতুন অধ্যায় শান্তির পথে কঠিন বাঁক, নতুন বছরে রাশিয়া–ইউক্রেন সংঘাত আরও জটিল ভারতীয় রুপির নতুন বছরে হোঁচট, তিন বছরে সবচেয়ে বড় বার্ষিক পতনের ছায়া

‘বাড়িঘর সমস্তই পুড়াইয়া ফালাইছে’

  • Sarakhon Report
  • ১২:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • 120

(প্রত্যক্ষদর্শীর বিবরণ)

নাম: মালতী শিকদার

স্বামী: স্বর্গীয় কৃষ্ণকান্ত শিকদার (১৯৭১ সালে পাক বাহিনীর হাতে নিহত)

গ্রাম : ডান্ডুহাট, ডাক: বাইশারি, ইউনিয়ন: বাইশারি

থানা: বানারীপাড়া, জেলা: বরিশাল

শিক্ষাগত যোগ্যতা: নিরক্ষর

 

১৯৭১ সালে বয়স:?

১৯৭১ সালে পেশা: গৃহিণী

বর্তমান পেশা: গৃহিণী

প্র: ১৯৭১ সালে আপনাদের গ্রামে যখন মিলিটারি আসলো, কিভাবে আসলো আপনি কি জানেন?

উ: তারা আইছে গানবোটে।

প্র: কোথা থেকে আসছে?

উ: আইছে বালিগোড়া থেইকা, পল্টন থেইকা আইছে। গানবোট থেইকা নাইমা হাঁটিয়া আইয়া আর কি গেরামে ঢুইকা গেছে, ঢুইকা যাইয়া তারপর ঘর দোয়ার পুড়াই দেয়, হেদের রাইফেল থেইকা ফায়ার করছে।

প্র: কতগুলি বাড়ি পুড়াইলো?

উ: আমাগো এ জাগা দিয়া বাড়িঘর আছিলোই না। হিন্দুদের বাড়িঘর মোটেই আছিলো না। সমস্তই পুড়াই ফালাইছে।

প্র: ২/৪ জনের নাম বলতে পারবেন কার কার বাড়িঘর পুড়াইলো?

উ: বাড়িঘর পুড়াইছে কৃষ্ণকান্ত শিকদারের। হেরপর তারকনাথ শিকদার, হেরপর

অইছে সূর্যকান্ত শিকদার, হেরপর সুধীরের বাপের নাম অইলো চন্দ্রকান্ত শিকদার, শশীকুমার শিকদার।

প্র: আপনি শাহপুরের কথা কিছু বলতে পারবেন?

উ: শাহপুরের কেউর নাম তো আমি বলতে পারবো না।

প্র: যখন মিলিটারি আসলো তখন আপনি কোথায় ছিলেন?

উ: আমি ঘরের মধ্যেই আছিলাম। ওদের দেইখ্যা আর কি গেছি পোলাপান, স্বামী লইয়া ঐ আশ্রমের মধ্যে। আশ্রমের মধ্যে চইলা যাইয়া আর তো যাইতে পারি না কোথাও। ঐ দিগদা মিলিটারি আইয়া পড়ছে, আমরা তো আশ্রমের মধ্যে ঢুকছি। হেই সময় ওরা আইয়া আর কি আশ্রমে সবরে আটকাইছে। মহিলা মারে নাই, পুরুষ মারছে।

প্র: কিভাবে মারলো?

উ: গুলি করছে, গুলি অইছে।

প্র: কার গায়ে গুলি পড়ছিলো?

উ: পড়ছিলো আমার স্বামীর গায়ে।

 

 

প্র: আপনার স্বামী তখন কি করতেছিলো?

উ: দাঁড়াইয়া দেখতে আরাই করে। উনার জন্মস্থান এই জাগায়। বাড়িঘর পুড়িয়া যায় হেইয়ার লাইগা দেখতে বাইর অইছে।

প্র: তারপর?

উ: তারপরে আর কি! হে সময় গুলি করছে, বাম হাতে গুলি লাগছে।

প্র: তারপর?

উঃ দুই সাইডে আর কি ফাইট অইতে আছে। এপার ওই পার, নদীর দুই পারে ফাইট অইছে।

প্র: নদীর ওপারে কারা ছিলো?

উ: নদীর ওপার আছিলো মিলিটারি, আর এপার আছিলো মুক্তিবাহিনী।

প্র: তারপরে?

উ: হেই সময় আর কি গুলি করছে।

প্র: গুলি করার পর কি অবস্থা অইলো আপনার?

উ: আশ্রমে সাধুরা আছিলো। হেরা আর কি কিছু করছে। এরপর আমার স্বামীরে বরিশাল লইয়ে গেলাম। কোনো কাজ অয় নাই।

 

 

প্র: আপনার স্বামী কতদিন পরে মারা গেলো?

উ: বেশি দিন আছিলো না। অল্প কয়েকদিন আছিলো।

প্র: আপনার কি বাড়িঘর পুড়াই দিছিলো?

উ: হ্যাঁ, আমাদের কিছুই আছিলো না। সমস্তই পুড়াইয়া ফালাইছে। একবার না,

দুইবার পুড়াইছে।

প্র: কারা পুড়াইলো?

উ: পুড়াইছে মিলিটারিরা।

প্র: আপনার এলাকায় মিলিটারি কয়জন লোক মারছে?

উ: লোক অনেক। আমি সবার নাম কইতে পারমু না।

প্র: কত জন লোক মারছিলো আপনার এলাকায় জানা আছে?

উ: ২৭ জনরে মারছে শুনছি।

 

সাক্ষাৎকার গ্রহণকারীর নাম: নিরঞ্জন দাশগুপ্ত অনু

সাক্ষাৎকার গ্রহণের তারিখ: অগাস্ট ১৮, ১৯৯৬

জনপ্রিয় সংবাদ

নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন, ২০২৫ সালে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার মাইলফলক

‘বাড়িঘর সমস্তই পুড়াইয়া ফালাইছে’

১২:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

(প্রত্যক্ষদর্শীর বিবরণ)

নাম: মালতী শিকদার

স্বামী: স্বর্গীয় কৃষ্ণকান্ত শিকদার (১৯৭১ সালে পাক বাহিনীর হাতে নিহত)

গ্রাম : ডান্ডুহাট, ডাক: বাইশারি, ইউনিয়ন: বাইশারি

থানা: বানারীপাড়া, জেলা: বরিশাল

শিক্ষাগত যোগ্যতা: নিরক্ষর

 

১৯৭১ সালে বয়স:?

১৯৭১ সালে পেশা: গৃহিণী

বর্তমান পেশা: গৃহিণী

প্র: ১৯৭১ সালে আপনাদের গ্রামে যখন মিলিটারি আসলো, কিভাবে আসলো আপনি কি জানেন?

উ: তারা আইছে গানবোটে।

প্র: কোথা থেকে আসছে?

উ: আইছে বালিগোড়া থেইকা, পল্টন থেইকা আইছে। গানবোট থেইকা নাইমা হাঁটিয়া আইয়া আর কি গেরামে ঢুইকা গেছে, ঢুইকা যাইয়া তারপর ঘর দোয়ার পুড়াই দেয়, হেদের রাইফেল থেইকা ফায়ার করছে।

প্র: কতগুলি বাড়ি পুড়াইলো?

উ: আমাগো এ জাগা দিয়া বাড়িঘর আছিলোই না। হিন্দুদের বাড়িঘর মোটেই আছিলো না। সমস্তই পুড়াই ফালাইছে।

প্র: ২/৪ জনের নাম বলতে পারবেন কার কার বাড়িঘর পুড়াইলো?

উ: বাড়িঘর পুড়াইছে কৃষ্ণকান্ত শিকদারের। হেরপর তারকনাথ শিকদার, হেরপর

অইছে সূর্যকান্ত শিকদার, হেরপর সুধীরের বাপের নাম অইলো চন্দ্রকান্ত শিকদার, শশীকুমার শিকদার।

প্র: আপনি শাহপুরের কথা কিছু বলতে পারবেন?

উ: শাহপুরের কেউর নাম তো আমি বলতে পারবো না।

প্র: যখন মিলিটারি আসলো তখন আপনি কোথায় ছিলেন?

উ: আমি ঘরের মধ্যেই আছিলাম। ওদের দেইখ্যা আর কি গেছি পোলাপান, স্বামী লইয়া ঐ আশ্রমের মধ্যে। আশ্রমের মধ্যে চইলা যাইয়া আর তো যাইতে পারি না কোথাও। ঐ দিগদা মিলিটারি আইয়া পড়ছে, আমরা তো আশ্রমের মধ্যে ঢুকছি। হেই সময় ওরা আইয়া আর কি আশ্রমে সবরে আটকাইছে। মহিলা মারে নাই, পুরুষ মারছে।

প্র: কিভাবে মারলো?

উ: গুলি করছে, গুলি অইছে।

প্র: কার গায়ে গুলি পড়ছিলো?

উ: পড়ছিলো আমার স্বামীর গায়ে।

 

 

প্র: আপনার স্বামী তখন কি করতেছিলো?

উ: দাঁড়াইয়া দেখতে আরাই করে। উনার জন্মস্থান এই জাগায়। বাড়িঘর পুড়িয়া যায় হেইয়ার লাইগা দেখতে বাইর অইছে।

প্র: তারপর?

উ: তারপরে আর কি! হে সময় গুলি করছে, বাম হাতে গুলি লাগছে।

প্র: তারপর?

উঃ দুই সাইডে আর কি ফাইট অইতে আছে। এপার ওই পার, নদীর দুই পারে ফাইট অইছে।

প্র: নদীর ওপারে কারা ছিলো?

উ: নদীর ওপার আছিলো মিলিটারি, আর এপার আছিলো মুক্তিবাহিনী।

প্র: তারপরে?

উ: হেই সময় আর কি গুলি করছে।

প্র: গুলি করার পর কি অবস্থা অইলো আপনার?

উ: আশ্রমে সাধুরা আছিলো। হেরা আর কি কিছু করছে। এরপর আমার স্বামীরে বরিশাল লইয়ে গেলাম। কোনো কাজ অয় নাই।

 

 

প্র: আপনার স্বামী কতদিন পরে মারা গেলো?

উ: বেশি দিন আছিলো না। অল্প কয়েকদিন আছিলো।

প্র: আপনার কি বাড়িঘর পুড়াই দিছিলো?

উ: হ্যাঁ, আমাদের কিছুই আছিলো না। সমস্তই পুড়াইয়া ফালাইছে। একবার না,

দুইবার পুড়াইছে।

প্র: কারা পুড়াইলো?

উ: পুড়াইছে মিলিটারিরা।

প্র: আপনার এলাকায় মিলিটারি কয়জন লোক মারছে?

উ: লোক অনেক। আমি সবার নাম কইতে পারমু না।

প্র: কত জন লোক মারছিলো আপনার এলাকায় জানা আছে?

উ: ২৭ জনরে মারছে শুনছি।

 

সাক্ষাৎকার গ্রহণকারীর নাম: নিরঞ্জন দাশগুপ্ত অনু

সাক্ষাৎকার গ্রহণের তারিখ: অগাস্ট ১৮, ১৯৯৬