০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
অ্যামাজন বন বিপদে: খরা, বন উজাড় আর মানুষের চাপ মস্তিষ্কের সুরক্ষা: অ্যালকোহল কমিয়ে আনুন, কমান স্ট্রোক ও মস্তিষ্ক ক্ষতির ঝুঁকি বিশ্বের তেল সম্পদের নতুন এলাকা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আর্থিক পরামর্শকের ভূমিকা: কখন প্রয়োজন পেশাদার সহায়তা নিউইয়র্কের আকাশছোঁয়া মানবিক স্থাপনা: জেপি মরগান চেজ ভবনের নতুন দিগন্ত স্ট্যাটিনের বাইরে নতুন আশা: উচ্চ কোলেস্টেরল কমাতে আসছে আধুনিক ওষুধ ও জিন-সম্পাদনার যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দক্ষ কর্মীরাই এখন অফিসের নতুন তারকা চীনের নৌবাহিনীতে নতুন শক্তি যোগ: ফুজিয়ান বিমানবাহী রণতরী আনুষ্ঠানিকভাবে যুক্ত মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে নতুন উপাদান: অ্যান্টিমনি অনুসন্ধানে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে মাইন বিস্ফোরণের পর ট্রাম্প-মধ্যস্থ শান্তি চুক্তি স্থগিত

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ১৪)

  • Sarakhon Report
  • ০৪:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • 62

ম্যাকসিম গোর্কী

তেইশ

সকালে ফিওডোসিয়া থেকে টলস্টয়ের কাছে কয়েকজন “স্টান্ডিস্ট”* এসেছিল। তাই আজ সমস্তদিন ধ’রে উল্লাসের সংগে তিনি কৃষকদের সম্বন্ধে আলাপ করেন।

খাবার সময় বললেন, “দুজন চাষা বেশ সবল আর মাংসল ছিল; তাদের একজন বললো: ‘দেখো আমরা খেতে এলাম, কিন্তু আমাদের তো নেমন্তন্ন করে নি।’ অপর জন বললো ‘যাই হোক ভগবানের কৃপায় মার না খেয়েই বিদায় হ’তে পারবো।’ ব’লেই তিনি শিশুর মতো হো হো ক’রে হেসে উঠলেন, তাঁর সর্বাংগ হাসির উচ্ছ্বাসে কাঁপতে লাগলো।

খাবার পর চত্বরে ব’সে বললেন, “আমরা শীঘ্রই জনসাধারণের ভাষা বুঝতে সম্পূর্ণ অশক্ত হ’য়ে পড়বো। এখন আমরা বলি: ‘প্রগতির সূত্র’, ‘ইতিহাসে ব্যষ্টির ভূমিকা’, ‘বিজ্ঞানের বিবর্তন’, আর চাষারা বলে কিনা, -‘থলেয় প্যাঁচা লুকানো থাকে না’। ফলে সূত্রই বলো, ইতিহাসই বলো, বিজ্ঞানই বলো, সব কিছুই করুণ এবং হাস্যাস্পদ হ’য়ে উঠছে। কারণ, জন-সাধারণের কাছে এ সব অবোধ্য এবং অনাবশ্যক। কিন্তু কৃষকরা আমাদের অপেক্ষা অধিক শক্তিমান; জীবনকে তারা আমাদের চেয়ে অনেক বেশি জোরে জড়িয়ে থাকতে পারে। সুতরাং আতজুর উপজাতির যা হ’য়ে ছিল, আমাদের পক্ষেও হ’তে পারে তা।

আতজুর জাতি সম্পর্কে একজন পণ্ডিত বলেন: আতজুর জাতির সকলেই মারা গেছে। মাত্র এখানে একটা কাকাতুয়া আছে, সে আতজুর জাতির ভাষার দু চারটা শব্দ এখনো বলতে পারে।”

চব্বিশ

“দেহের সম্বন্ধে পুরুষদের চেয়ে মেয়েরা অধিক অকপট। কিন্তু মনের বেলায় তারা মিছে কথা বলে। আর মেয়েরা যখন মিছে কথা বলে, তখন তারা নিজের কথায় বিশ্বাস করে না। কিন্তু রুশো, তিনি মিছে কথা ব’লে ছিলেন, এবং সেই সংগে তিনি বিশ্বাসও করেছিলেন সেই মিথ্যে কথাগুলোকে।”

 

জনপ্রিয় সংবাদ

অ্যামাজন বন বিপদে: খরা, বন উজাড় আর মানুষের চাপ

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ১৪)

০৪:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

ম্যাকসিম গোর্কী

তেইশ

সকালে ফিওডোসিয়া থেকে টলস্টয়ের কাছে কয়েকজন “স্টান্ডিস্ট”* এসেছিল। তাই আজ সমস্তদিন ধ’রে উল্লাসের সংগে তিনি কৃষকদের সম্বন্ধে আলাপ করেন।

খাবার সময় বললেন, “দুজন চাষা বেশ সবল আর মাংসল ছিল; তাদের একজন বললো: ‘দেখো আমরা খেতে এলাম, কিন্তু আমাদের তো নেমন্তন্ন করে নি।’ অপর জন বললো ‘যাই হোক ভগবানের কৃপায় মার না খেয়েই বিদায় হ’তে পারবো।’ ব’লেই তিনি শিশুর মতো হো হো ক’রে হেসে উঠলেন, তাঁর সর্বাংগ হাসির উচ্ছ্বাসে কাঁপতে লাগলো।

খাবার পর চত্বরে ব’সে বললেন, “আমরা শীঘ্রই জনসাধারণের ভাষা বুঝতে সম্পূর্ণ অশক্ত হ’য়ে পড়বো। এখন আমরা বলি: ‘প্রগতির সূত্র’, ‘ইতিহাসে ব্যষ্টির ভূমিকা’, ‘বিজ্ঞানের বিবর্তন’, আর চাষারা বলে কিনা, -‘থলেয় প্যাঁচা লুকানো থাকে না’। ফলে সূত্রই বলো, ইতিহাসই বলো, বিজ্ঞানই বলো, সব কিছুই করুণ এবং হাস্যাস্পদ হ’য়ে উঠছে। কারণ, জন-সাধারণের কাছে এ সব অবোধ্য এবং অনাবশ্যক। কিন্তু কৃষকরা আমাদের অপেক্ষা অধিক শক্তিমান; জীবনকে তারা আমাদের চেয়ে অনেক বেশি জোরে জড়িয়ে থাকতে পারে। সুতরাং আতজুর উপজাতির যা হ’য়ে ছিল, আমাদের পক্ষেও হ’তে পারে তা।

আতজুর জাতি সম্পর্কে একজন পণ্ডিত বলেন: আতজুর জাতির সকলেই মারা গেছে। মাত্র এখানে একটা কাকাতুয়া আছে, সে আতজুর জাতির ভাষার দু চারটা শব্দ এখনো বলতে পারে।”

চব্বিশ

“দেহের সম্বন্ধে পুরুষদের চেয়ে মেয়েরা অধিক অকপট। কিন্তু মনের বেলায় তারা মিছে কথা বলে। আর মেয়েরা যখন মিছে কথা বলে, তখন তারা নিজের কথায় বিশ্বাস করে না। কিন্তু রুশো, তিনি মিছে কথা ব’লে ছিলেন, এবং সেই সংগে তিনি বিশ্বাসও করেছিলেন সেই মিথ্যে কথাগুলোকে।”