০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
দক্ষিণ কোরিয়ায় কীভাবে ‘ইয়েলো পাইথন’ এলো আর্কটিকে নীরব দখলযুদ্ধ: স্বালবার্ডে কর্তৃত্ব জোরালো করছে নরওয়ে পরিচয়ের আয়নায় মানবতার সাক্ষ্য: জন উইলসনের শিল্পভ্রমণ দুই ভাইয়ের অভিযানে বদলে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের সত্য লস অ্যাঞ্জেলেসের দাবানলের পরে লুকিয়ে থাকা বিষাক্ততা দীর্ঘ বিরতির পর বিটিএসের প্রত্যাবর্তন: দশম অ্যালবাম ও বিশ্বভ্রমণ গোষ্ঠী থেরাপির শক্তি: একক থেরাপির বিকল্প বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে ইরানের প্রতিবেশী সতর্ক বার্তা ইরানের অস্থিরতায় বেইজিংয়ের সামনে কঠিন সমীকরণ চীন সফরের আগমুহূর্তে ধাক্কা, কানাডা থেকে আমদানি কমিয়ে দিল বেইজিং

সর্বোচ্চ ঋণ মোচনের অর্থবছর ২০২৪-২৫

  • Sarakhon Report
  • ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 82

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “অভ্যুত্থানে ১৩২ শিশু–কিশোর ও ১১ নারীর মৃত্যু”

ছবি আঁকতে পছন্দ করত নাঈমা সুলতানা (১৫)। সেদিনও আঁকছিল। আঁকতে আঁকতেই মাকে বলছিল, সে পিৎজা বানাবে। এক ফাঁকে মাকে বলল, সে বারান্দায় যাচ্ছে শুকনা কাপড় আনতে। মেয়ের পেছন পেছন মা–ও যাচ্ছিলেন। নাঈমা বারান্দার দরজাটা খোলামাত্রই গুলিটা এসে তার মাথায় ঢুকে যায়।

এভাবেই সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন মা আইনুন নাহার। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের পাঁচতলা ভবনের চারতলার বারান্দায় গুলিবিদ্ধ হয় নাঈমা।

আন্দোলনে অংশ নেওয়া কিশোর শাফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০ নম্বরে গুলিতে নিহত হয়। মা–বাবাকে সে সব সময় বলত, বড় হয়ে এমন কিছু করবে, যার জন্য পরিবারের সদস্যরা তাকে নিয়ে গর্ব করবে।

জামিল হোসেন ও সামিরা জাহান দম্পতির একমাত্র সন্তান ছিল শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিন (১৬)। ৪ আগস্ট রাজধানীর উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে ছররা গুলিতে (শটগান) নিহত হয় সে। অভ্যুত্থানে শহীদ শিশু–কিশোরদের মধ্যে মাহিন, আহনাফদের মতো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শিশুর সংখ্যাই ছিল বেশি।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছাত্র–জনতার অভ্যুত্থানে মোট ১৩২ শিশু–কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৬৫ জনের মৃত্যুর তথ্য ডেটাবেজে লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৬৮২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে গতকাল বুধবার সন্ধ্যায় অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যে মৃতের সংখ্যা ৮৬০ বলা হয়েছে।

 

দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “বাংলাদেশে ২০২৫ সালের শেষে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র”

সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এ উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়, যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান।

 

বণিক বার্তার একটি শিরোনাম “সর্বোচ্চ ঋণ মোচনের অর্থবছর ২০২৪-২৫”

সাম্প্রতিক বছরগুলোয় ক্রমেই বড় হয়েছে সরকারের ঋণ ও ঋণের সুদ পরিশোধের চাপ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক হিসাবে উঠে এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরেই ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে। এমনকি এ ব্যয় এবার রাজস্ব আহরণকেও ছাড়িয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশনের প্রতিনিধিরাও।

পর্যাপ্ত রাজস্ব আয়ের সংস্থান করতে না পারলেও বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে প্রতি বছরই বড় হয়েছে বাজেটের আকার। এর সঙ্গে সঙ্গে বড় হয়েছে বাজেটের ঘাটতি। এ ঘাটতি পূরণে স্থানীয় ও বিদেশী উৎস থেকে নেয়া ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। বেড়েছে ঋণ ও ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয়ের পরিমাণও, যা এবারই সর্বোচ্চ পর্যায়ে দাঁড়াবে বলে আশঙ্কা অর্থ মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সরকারকে স্থানীয় ও বিদেশী মিলিয়ে সাড়ে ৩ লাখ কোটি টাকার ঋণ পরিশোধ করতে হবে। এর সঙ্গে ঋণের সুদ পরিশোধের জন্য চলতি অর্থবছরের বাজেটে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। যদিও অর্থবছর শেষে সুদ ব্যয়ের পরিমাণ আরো বেশি হবে। সেজন্য এ খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা করা হয়েছে। ফলে চলতি অর্থবছর শেষে আসল ও সুদ মিলিয়ে সরকারের ঋণ পরিশোধ ৪ লাখ ৭৩ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে।

সরকারি ঋণের বড় অংশই নেয়া হয়েছে ট্রেজারি বিলের মাধ্যমে স্থানীয় উৎস থেকে। ট্রেজারি বিলের বাইরে সরকারের নেয়া ঋণের উল্লেখযোগ্য একটি অংশের সুদহার নির্ধারিত। এর বাইরে অল্প কিছু পরিমাণ ঋণের সুদহার পরিবর্তনশীল। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি অর্থবছরে সরকারে ঋণ পরিশোধ সর্বোচ্চ হবে। এর পরের অর্থবছরগুলোয় ঋণ পরিশোধের পরিমাণ ধারাবাহিকভাবে কমতে থাকলেও তা ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত তুলনামূলক বেশি থাকবে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৮০ হাজার কোটি, ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৭৫ হাজার কোটি, ২০২৭-২৮ অর্থবছরে ১ লাখ ২৫ হাজার কোটি এবং ২০২৮-২৯ অর্থবছরে দেড় লাখ কোটি টাকারও বেশি ঋণ শোধ করতে হবে সরকারকে। এর সঙ্গে যোগ হবে ঋণের সুদও।

 

মানবজমিনের একটি শিরোনাম “এক ডজন মামলার প্রস্তুতি দুদকের”

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের পরপরই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন সংস্থাটির কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে শুরু হওয়া অনুসন্ধানগুলোর প্রতিবেদন দ্রুততার সঙ্গে জমা দিচ্ছেন। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে আইনবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে মামলার সিদ্ধান্ত দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি মাসেই আরও এক ডজনের বেশি সংখ্যক মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে দুদকের। এরই মধ্যে শেষ হওয়া অনুসন্ধান প্রতিবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির একাধিক কর্মকর্তা।

দুদক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দায়ের হতে পারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়েরের প্রস্তুতি রয়েছে কমিশনের। এদিন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করবে বলে সূত্র জানিয়েছে।

আগামী রোববার দায়ের হতে পারে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা। টিআর-কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করেছে। এর আগে ২০২৩ সালে একই অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে নিষ্পত্তি করে দুদক। দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এমপি রিমনের বিরুদ্ধে আগের অনুসন্ধানটি গত বছর নিষ্পত্তি হয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। আদালতেও প্রভাব বিস্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন একাধিক দুদক কর্মকর্তা। রোববার এমপি রিমনের স্ত্রীর বিরুদ্ধেও সম্পদ বিবরণী জারি হতে পারে বলে জানা গেছে।

একই দিন আরও দু’টি মামলা হবে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমানের বিরুদ্ধে দু’টি, ঢাকা-২ আসনের সাবেক এমপি কামরুল ইসলামের বিরুদ্ধে একটি ও রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা. মনসুরের বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় কীভাবে ‘ইয়েলো পাইথন’ এলো

সর্বোচ্চ ঋণ মোচনের অর্থবছর ২০২৪-২৫

০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “অভ্যুত্থানে ১৩২ শিশু–কিশোর ও ১১ নারীর মৃত্যু”

ছবি আঁকতে পছন্দ করত নাঈমা সুলতানা (১৫)। সেদিনও আঁকছিল। আঁকতে আঁকতেই মাকে বলছিল, সে পিৎজা বানাবে। এক ফাঁকে মাকে বলল, সে বারান্দায় যাচ্ছে শুকনা কাপড় আনতে। মেয়ের পেছন পেছন মা–ও যাচ্ছিলেন। নাঈমা বারান্দার দরজাটা খোলামাত্রই গুলিটা এসে তার মাথায় ঢুকে যায়।

এভাবেই সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন মা আইনুন নাহার। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত ১৯ জুলাই রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের পাঁচতলা ভবনের চারতলার বারান্দায় গুলিবিদ্ধ হয় নাঈমা।

আন্দোলনে অংশ নেওয়া কিশোর শাফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০ নম্বরে গুলিতে নিহত হয়। মা–বাবাকে সে সব সময় বলত, বড় হয়ে এমন কিছু করবে, যার জন্য পরিবারের সদস্যরা তাকে নিয়ে গর্ব করবে।

জামিল হোসেন ও সামিরা জাহান দম্পতির একমাত্র সন্তান ছিল শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিন (১৬)। ৪ আগস্ট রাজধানীর উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে ছররা গুলিতে (শটগান) নিহত হয় সে। অভ্যুত্থানে শহীদ শিশু–কিশোরদের মধ্যে মাহিন, আহনাফদের মতো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শিশুর সংখ্যাই ছিল বেশি।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছাত্র–জনতার অভ্যুত্থানে মোট ১৩২ শিশু–কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৬৫ জনের মৃত্যুর তথ্য ডেটাবেজে লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৬৮২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে গতকাল বুধবার সন্ধ্যায় অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যে মৃতের সংখ্যা ৮৬০ বলা হয়েছে।

 

দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম “বাংলাদেশে ২০২৫ সালের শেষে নির্বাচনের উদ্যোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র”

সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এ উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়, যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান।

 

বণিক বার্তার একটি শিরোনাম “সর্বোচ্চ ঋণ মোচনের অর্থবছর ২০২৪-২৫”

সাম্প্রতিক বছরগুলোয় ক্রমেই বড় হয়েছে সরকারের ঋণ ও ঋণের সুদ পরিশোধের চাপ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক হিসাবে উঠে এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরেই ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সবচেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে। এমনকি এ ব্যয় এবার রাজস্ব আহরণকেও ছাড়িয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশনের প্রতিনিধিরাও।

পর্যাপ্ত রাজস্ব আয়ের সংস্থান করতে না পারলেও বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে প্রতি বছরই বড় হয়েছে বাজেটের আকার। এর সঙ্গে সঙ্গে বড় হয়েছে বাজেটের ঘাটতি। এ ঘাটতি পূরণে স্থানীয় ও বিদেশী উৎস থেকে নেয়া ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। বেড়েছে ঋণ ও ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয়ের পরিমাণও, যা এবারই সর্বোচ্চ পর্যায়ে দাঁড়াবে বলে আশঙ্কা অর্থ মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সরকারকে স্থানীয় ও বিদেশী মিলিয়ে সাড়ে ৩ লাখ কোটি টাকার ঋণ পরিশোধ করতে হবে। এর সঙ্গে ঋণের সুদ পরিশোধের জন্য চলতি অর্থবছরের বাজেটে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। যদিও অর্থবছর শেষে সুদ ব্যয়ের পরিমাণ আরো বেশি হবে। সেজন্য এ খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা করা হয়েছে। ফলে চলতি অর্থবছর শেষে আসল ও সুদ মিলিয়ে সরকারের ঋণ পরিশোধ ৪ লাখ ৭৩ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে।

সরকারি ঋণের বড় অংশই নেয়া হয়েছে ট্রেজারি বিলের মাধ্যমে স্থানীয় উৎস থেকে। ট্রেজারি বিলের বাইরে সরকারের নেয়া ঋণের উল্লেখযোগ্য একটি অংশের সুদহার নির্ধারিত। এর বাইরে অল্প কিছু পরিমাণ ঋণের সুদহার পরিবর্তনশীল। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি অর্থবছরে সরকারে ঋণ পরিশোধ সর্বোচ্চ হবে। এর পরের অর্থবছরগুলোয় ঋণ পরিশোধের পরিমাণ ধারাবাহিকভাবে কমতে থাকলেও তা ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত তুলনামূলক বেশি থাকবে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৮০ হাজার কোটি, ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৭৫ হাজার কোটি, ২০২৭-২৮ অর্থবছরে ১ লাখ ২৫ হাজার কোটি এবং ২০২৮-২৯ অর্থবছরে দেড় লাখ কোটি টাকারও বেশি ঋণ শোধ করতে হবে সরকারকে। এর সঙ্গে যোগ হবে ঋণের সুদও।

 

মানবজমিনের একটি শিরোনাম “এক ডজন মামলার প্রস্তুতি দুদকের”

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের পরপরই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন সংস্থাটির কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে শুরু হওয়া অনুসন্ধানগুলোর প্রতিবেদন দ্রুততার সঙ্গে জমা দিচ্ছেন। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে আইনবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে মামলার সিদ্ধান্ত দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি মাসেই আরও এক ডজনের বেশি সংখ্যক মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে দুদকের। এরই মধ্যে শেষ হওয়া অনুসন্ধান প্রতিবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির একাধিক কর্মকর্তা।

দুদক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দায়ের হতে পারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়েরের প্রস্তুতি রয়েছে কমিশনের। এদিন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করবে বলে সূত্র জানিয়েছে।

আগামী রোববার দায়ের হতে পারে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা। টিআর-কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করেছে। এর আগে ২০২৩ সালে একই অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে নিষ্পত্তি করে দুদক। দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এমপি রিমনের বিরুদ্ধে আগের অনুসন্ধানটি গত বছর নিষ্পত্তি হয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। আদালতেও প্রভাব বিস্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন একাধিক দুদক কর্মকর্তা। রোববার এমপি রিমনের স্ত্রীর বিরুদ্ধেও সম্পদ বিবরণী জারি হতে পারে বলে জানা গেছে।

একই দিন আরও দু’টি মামলা হবে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমানের বিরুদ্ধে দু’টি, ঢাকা-২ আসনের সাবেক এমপি কামরুল ইসলামের বিরুদ্ধে একটি ও রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা. মনসুরের বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।