১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

২০২৪ সালের শীর্ষ ১০ বৈশ্বিক প্রকৌশল সাফল্য ঘোষণা করল চীনা প্রকৌশল একাডেমি

  • Sarakhon Report
  • ০৫:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 77

ডিসেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে বুধবার চায়না প্রকৌশল একাডেমি ২০২৪ সালের বৈশ্বিক শীর্ষ ১০ প্রকৌশল সাফল্যের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছে সিএআর-টি কোষ থেরাপি, ছাং-এ ৬ চন্দ্র মিশন এবং স্বয়ংক্রিয় যানবাহনসহ অত্যাধুনিক সব উদ্ভাবন।

এ ছাড়াও তালিকায় রয়েছে উচ্চ-তাপমাত্রা গ্যাসের মাধ্যমে শীতলীকরণ করা পারমাণবিক রিঅ্যাক্টর, সার্জিক্যাল রোবট, নমনীয় ডিসপ্লে এবং নিম্ন-কক্ষপথ স্যাটেলাইটের বহর।

একটি প্রক্রিয়ার মাধ্যমে একাডেমির জার্নাল ইঞ্জিনিয়ারিং এই সাফল্যগুলো বাছাই করেছে।

একাডেমির মহাসচিব ছেন চিয়াফেং জানালেন, এই শীর্ষ ১০ সাফল্য গত পাঁচ বছরে সম্পন্ন হয়েছে। এগুলো বড় প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রকৌশল অগ্রগতির প্রতিনিধিত্ব করে।

২০২১ সাল থেকে জার্নালটি বার্ষিক এ সেরা সাফল্য নির্বাচনের আয়োজন করে আসছে।

ফয়সল/শান্তা

জনপ্রিয় সংবাদ

২০২৪ সালের শীর্ষ ১০ বৈশ্বিক প্রকৌশল সাফল্য ঘোষণা করল চীনা প্রকৌশল একাডেমি

০৫:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ডিসেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে বুধবার চায়না প্রকৌশল একাডেমি ২০২৪ সালের বৈশ্বিক শীর্ষ ১০ প্রকৌশল সাফল্যের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছে সিএআর-টি কোষ থেরাপি, ছাং-এ ৬ চন্দ্র মিশন এবং স্বয়ংক্রিয় যানবাহনসহ অত্যাধুনিক সব উদ্ভাবন।

এ ছাড়াও তালিকায় রয়েছে উচ্চ-তাপমাত্রা গ্যাসের মাধ্যমে শীতলীকরণ করা পারমাণবিক রিঅ্যাক্টর, সার্জিক্যাল রোবট, নমনীয় ডিসপ্লে এবং নিম্ন-কক্ষপথ স্যাটেলাইটের বহর।

একটি প্রক্রিয়ার মাধ্যমে একাডেমির জার্নাল ইঞ্জিনিয়ারিং এই সাফল্যগুলো বাছাই করেছে।

একাডেমির মহাসচিব ছেন চিয়াফেং জানালেন, এই শীর্ষ ১০ সাফল্য গত পাঁচ বছরে সম্পন্ন হয়েছে। এগুলো বড় প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রকৌশল অগ্রগতির প্রতিনিধিত্ব করে।

২০২১ সাল থেকে জার্নালটি বার্ষিক এ সেরা সাফল্য নির্বাচনের আয়োজন করে আসছে।

ফয়সল/শান্তা