০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
ভোট না দিলে ঘরে থাকার হুঁশিয়ারি: শরীয়তপুরে বিএনপি নেতার বক্তব্যে তোলপাড় হাদিকে গুলির ঘটনায় ‘মাথায় বাজ পড়ার মতো’ ধাক্কা খেলেন সিইসি হাদির অবস্থা আরও সংকটজনক, সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা বেড়েছে রোহিঙ্গা আশ্রয় মানবিক দায়িত্ব, প্রত্যাবাসন জরুরি এক বছরে ২৫৮ কারখানা বন্ধ, কর্মহীন এক লাখ শ্রমিক: এএফডব্লিউএ নির্বাচনে সব ঝুঁকি দূর সম্ভব নয়, সতর্ক থাকতে হবে দল ও প্রার্থীদের: ইসি সানাউল্লাহ বিশ্ববাজারে চাহিদা ধস, পাঁচ মাসে প্রায় স্থবির বাংলাদেশের পোশাক রপ্তানি ডেঙ্গুর হঠাৎ ঊর্ধ্বগতি: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৭ সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে দরপতন, ডিএসই ও সিএসইতে সূচক কমল নির্বাচন হবে বাংলাদেশপন্থী শক্তি বনাম ধর্মব্যবসায়ী গোষ্ঠীর লড়াই: মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

  • Sarakhon Report
  • ০২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 151

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হল জাতীয় বহুসাংস্কৃতিক উৎসব। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। ৩১টি দেশের কূটনৈতিক মিশন অংশগ্রহণে এ উৎসবে প্রায় দুই লাখ মানুষের আগমন ঘটে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ব্যানার-ফেস্টুনসহ ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবটির শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

এ ছাড়া তাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও বাংলা সংগীত পরিবেশন করা হয়। এ সময় দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশকে সারাবিশ্বে পরিচিত করা সম্ভব হবে।

এ উৎসবে বাংলাদেশ হাইকমিশনকে বরাদ্দ দেওয়া স্টলে বঙ্গবন্ধু, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি তুলে ধরা হয়।

তা ছাড়া বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, পাট ও বস্ত্র শিল্পের নানা কারুকার্যের জিনিসপত্রও প্রদর্শন করা হয়।

এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন করা হয়। এসময় দর্শনার্থীদের মধ্যে দেশের ঐতিহ্যবাহী খাদ্য পরিবেশন করা হয়।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় বহুসাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

তিনদিনব্যাপী উৎসবটি গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে ৩৫০টি কমিউনিটি ভিত্তিক দল অংশগ্রহণ করে এবং ৭১টি দেশের কূটনৈতিক মিশন অংশ নেয়। ফলে তা একটি বহুজাতিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

জনপ্রিয় সংবাদ

ভোট না দিলে ঘরে থাকার হুঁশিয়ারি: শরীয়তপুরে বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

০২:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হল জাতীয় বহুসাংস্কৃতিক উৎসব। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। ৩১টি দেশের কূটনৈতিক মিশন অংশগ্রহণে এ উৎসবে প্রায় দুই লাখ মানুষের আগমন ঘটে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ব্যানার-ফেস্টুনসহ ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবটির শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

এ ছাড়া তাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য ও বাংলা সংগীত পরিবেশন করা হয়। এ সময় দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশকে সারাবিশ্বে পরিচিত করা সম্ভব হবে।

এ উৎসবে বাংলাদেশ হাইকমিশনকে বরাদ্দ দেওয়া স্টলে বঙ্গবন্ধু, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি তুলে ধরা হয়।

তা ছাড়া বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, পাট ও বস্ত্র শিল্পের নানা কারুকার্যের জিনিসপত্রও প্রদর্শন করা হয়।

এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শন করা হয়। এসময় দর্শনার্থীদের মধ্যে দেশের ঐতিহ্যবাহী খাদ্য পরিবেশন করা হয়।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় বহুসাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

তিনদিনব্যাপী উৎসবটি গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে ৩৫০টি কমিউনিটি ভিত্তিক দল অংশগ্রহণ করে এবং ৭১টি দেশের কূটনৈতিক মিশন অংশ নেয়। ফলে তা একটি বহুজাতিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।