ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ইনকা সমাজ ও সভ্যতার ধর্মীয় লোকাচার লোকরীতি, লোকবিশ্বাস এবং সামাজিক উৎসব-এর মধ্যে আমরা পাই মেসোআমেরিকা সংস্কৃতির প্রভাব। এই সঙ্গে রয়েছে বিভিন্ন জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি। এর পরে স্প্যানিশ উপনিবেশ প্রতিষ্ঠার পর কিছুটা পরিমাণে হিসপানিক সংস্কৃতির ছোঁওয়া।
সভ্যতার বিভিন্ন ও বহুমুখী গতিপথ-এর মূল উৎস আবার এক নয়। লাতিন আমেরিকা শব্দটি এক কথায় বললেও এর মধ্যে পার্থক্য আছে। প্রাক- কলম্বিয় সভ্যতাগুলির শ্রেণিবিভাগ দিয়ে এই অধ্যায়ের শেষ হবে।
মূল সূত্র
সভ্যতা সংস্কৃতির নাম
১. উত্তর আমেরিকা- আনাসাজি (Anasaai), ফ্রেমন্ট (Fremont), মিসিসিপিয়ান (Mississipian).
২. মেসোআমেরিকা- আজতেক (Aztec), হুয়াসতেক (Huastec), মায়া (Maya),
মিক্সটেক (Mixtac), ওলমেক (Olmec), পিপিল (Pipil), তারাসকান (Tarascan), তেওতিহুয়াকান (Tetiguacan). তলতেক (Toltek), তোতোনাক (Totonac), জাপোতেক, (Zapotec).
৩. দক্ষিণ আমেরিকা-কারাল (Caral), চাভিন (Chavin), সিবচা (Chibcha), চিমোর (Chimor), চাচাপোভা (Chachapova), হুয়ারি (Huari), ইনকা (Inca), মোসে (Moche), নাজকা (Nazca), তাইরোনা (Tairona), তিওয়ানাকু (Tiwanaku).
(চলবে)