পাঁচ শতাধিক বয়স্ক পর্যটক; সবাই প্রথমবারের মতো উঠলো একটি বিশেষ ট্রেনে। বয়স্কদের জন্যই এই বিশেষ ট্রেন চালু করেছে চীন। শনিবার হেইলংচিয়াং প্রদেশের হারবিন থেকে ১৪ দিনের জন্য যাত্রা শুরু করে ওটা।
চায়না রেলওয়ে হারবিন গ্রুপ কোম্পানি লিমিটেড পরিচালনা করছে এই ট্রেন।
যাত্রীদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা। বয়স্কদের যাত্রা আনন্দময় করতে গান-বাজনা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকছে এই ট্রেনে। পাশাপাশি স্বাস্থ্যসেবাও প্রদান করবে ট্রেন কর্তৃপক্ষ।
এ ছাড়া যাত্রীরা নিজেদের পছন্দের খাবার খাওয়ার সুযোগ পাবেন। কাস্টমাইজড খাবারের ব্যবস্থাও থাকছে এতে। এমনকি রিটার্ন ট্রিপের জন্য একই বাঙ্ক ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
সিএমজি বাংলা