সারাক্ষণ রিপোর্ট
২৬ মার্চ: স্বাধীনতার গৌরবময় দিন
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা আসে, যার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আসে চূড়ান্ত বিজয়। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে এ দিনটি।
স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
সকালে জাতীয় পার্টি শ্রদ্ধা জানিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি। সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল ৯টা ৩০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নেতৃত্ব ও অংশগ্রহণ
এই শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে নেতৃত্ব দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—
· প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া
· পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল ও মাতলুব হোসেন লিয়ন
· যুগ্ম মহাসচিব মোঃ সামসুল হক ও মোঃ হেলাল উদ্দিন
· সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান
· জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান
· দপ্তর ও সাংগঠনিক পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ
· শেরপুর, ঢাকা মহানগর, এবং অন্যান্য জেলার প্রতিনিধিরা
শ্রদ্ধার পর দোয়া
পুষ্পস্তবক অর্পণের পর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।