এক মাস সিয়াম সাধন শেষ এসেছে পবিত্র ঈদ -উল- ফিতর। বলা যেতে পারে এক দীর্ঘ আত্মশুদ্ধি’র ভেতর দিয়ে নিজেকে নতুন করে শুরু করার এ দিন।
ঈদ অর্থ যেমন দীর্ঘ সাধনার শেষে একটি নতুন দিনে পা রাখা।তেমনি এ এক খুঁশির দিন। কবি কাজী নজরুলের ভাষায়, রমজানের এই ঈদের শেষে এলো খুশির ঈদ। বাস্তবে ঈদ সকলের হলেও পরিবারের শিশুদের জন্যে একটু বাড়তি আনন্দ। যে আনন্দ কোন সংঙায় ফেলা যায় না। কেবলই তাদের উত্সবকে ঘিরে এক নির্মল আনন্দ।
তাই এমন খুঁশির দিনে, এমন পবিত্র দিনে সকলের কাম্য থাকে, দেশের সব শিশু যেন যার যার অবস্থানে থেকে আনন্দ করতে পারে, উৎসবে মেতে উঠতে পারে।
এবারে ঈদে সেল ফোন ব্যবহারীদের হিসেব করলে গত বছরের ঈদের আগে ঢাকা ছেড়েছিলো এক কোটি বিশ লাখ মানুষ। এবার গত দুই দিনে ঢাকা ছেড়েছে ৪১ লাখ মানুষ। বাস্তবে এবারে ঈদের ছুটি দীর্ঘ হওয়াতে এই ঈদ যাত্রা শেষের দিকে কম হতে পারে।আবার কয়েক লাখ গার্মেন্ট শ্রমিক বেতন বোনাস পায়নি। তারা গ্রামে গেছে কিনা সে খোঁজও এখনও পাওয়া যায়নি। তেমনি অর্থনৈতিক মন্দার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যেমন শ্রমিক ছাটাই করেছে তেমনি অনেকে বেতন দিতে পারেনি। এই সব মানুষ আসলে কি আগেই গ্রামে চলে গেছে না তারা যেতে পারেনি তাও এক বড় প্রশ্ন। তাদের ঘরে ঘরে বয়েছে ছোট শিশু, ঈদের এই পবিত্র দিনে তাই পরম করুণাময়ের কাছে প্রার্থনা- ওদের ঘরের শিশুদের মুখেও যেন ঈদের দিনে হাসি ফোটে।
অন্যদিকে গোটা রমজান মাস জুড়ে সবজিও ডিমের দাম কম থাকলেও মাছ,মাংস, তেল, ডাল ও চালের দাম ছিলো বেশি। ঈদের দিনের মূল উপকরণ মাংস। ঈদের দুই দিন আগে তার দাম বেড়েছে। তেলের দাম আগের থেকে বাড়তি। আবার ঈদের আগেই দুধের দাম বেড়ে যায় কেজিতে ১০ টাকা। তারপরেও প্রতি ঘরে ঘরে যেন মাংস পোলাও এর সুবাস ছোটে সেই প্রার্থনাই রইল মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে।
অন্যদিকে পবিত্র ঈদের দিনে পরম দয়ালু্ আল্লাহর কাছে মোনাজাত, ইসলামের মূল শান্তি’র বানি যেন রক্ষা করে সরকার ও বর্তমানে সৃষ্ট সরকারপুষ্ঠ এক ধরনের প্রাইভেট বাহিনী। তারা যেন ইসলামের মহান আদর্শ মেনে সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হয়।
সর্বোপরি এই পবিত্র ঈদ -উল- ফিতরের দিনে সারাক্ষণের সকল পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভাকাঙ্খীদের প্রতি রইল আমাদের ঈদের শুভেচ্ছ। পাশপাশি সকল শুভাকাঙ্খীর কাছে এই পবিত্র ঈদের দিনে আহবান জানাবো, সঠিক, জ্ঞানভিত্তিক ও বিশ্বকে জানার প্লাটফর্ম হিসেবে সারাক্ষণকে এগিয়ে নেবার জন্যে পশ্চিমা বিশ্ব-এমনকি দক্ষিন পূর্ব এশিয়ায় যেমন নিবেদিত সঠিক মিডিয়ার পথ মৃসন করার জন্যে সকলে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তেমনি অনুরোধ রইল সারাক্ষণকে এগিয়ে নেবার জন্যে আপনাদের হাত প্রসারিত হোক। ছোট ছোট বিন্দু জলকণা যেমন মহাসাগর গড়ে তোলে, তেমনি সকল শুভাকাঙ্খীল বিন্দু বিন্দু জলকনায় মহাসাগরের মতো মতো গড়ে উঠতে পারে একটি মিডিয়া।
পবিত্র -ঈদ- উল ফিতরের দিনে আবারও সবার প্রতি রইল ঈদ শুভেচ্ছা।
ঈদ মোবারক।