রক্ত দেওয়ার প্রথা
মায়া, আজতেক এবং ইনকা সভ্যতার একটি সাধারণ মিল দেখা যায় সাধারণত মানুষের দেহ থেকে রক্ত দেওয়ার প্রথার মধ্যে। এই রক্ত দেবার পেছনে যে মানসিকতা কাজ করে তা প্রধানত লোকবিশ্বাস এবং বিশেষ করে জাদুবিদ্যার প্রতি বিশ্বাস থেকে।
এই তিন সভ্যতার মানুষ কোনো ধারাল অস্ত্র দিয়ে নিজেদের বুক, জিভ, কান চিরে তাজা রক্ত বের করে এবং নিজেদের পছন্দ মতো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে।
এসব ক্ষেত্রে মূল বিশ্বাস হল এর ফলে সূর্য দেবতা, জলের দেবতা মৃত্যুর দেবতা, রোগভোগের দেবতা, উর্বরতার দেবী, বৃষ্টির দেবী যে উৎসর্গ করে তার উপরে সন্তুষ্ট হয় এবং এর ফলে মানুষের জীবন মঙ্গলময় হয়।
এক্ষেত্রে উল্লেখ করা দরকার যে ইনকা ও আজতেক সমাজে এই দেবদেবীর নাম ভিন্ন হয়। কিন্তু মূল কথা হল এই উভয় সমাজে প্রকৃতির নানা বিপদ এবং প্রাণীদের নিয়ে ধর্মীয় বিশ্বাস আছে।
(চলবে)
ড. সুবীর বন্দ্যোপাধ্যায় 



















