এরা নির্দোষ পূতচরিত্র। ভারতের সব প্রদেশের লোকই এদের ভক্তি করে। সমস্ত ভারতের এরা আদর্শ।

এ সঙ্ঘারামের নিয়মগুলি খুব কঠোর আর সকলকেই সেগুলি মেনে চলতে হয়। সমস্ত দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত নানা বিষয়ের বিচার হচ্ছে। বৃদ্ধ যুবা সকলেই পরস্পরকে সাহায্য করেন, আর যাঁরা ত্রিপিটক সম্পর্কীয় বিচার না করতে পারেন তাঁদের এখানে লজ্জায় লুকিয়ে থাকতে হয়।
বিদেশী পণ্ডিতরা নিজেদের সন্দেহভঞ্জন করতে এখানে আসেন, আর তার পর বিখ্যাত হন। সেই জন্যে কেউ কেউ নিজেকে নালন্দার ছাত্র বলে মিথ্যা পরিচয় দিয়ে সম্মান পাবার চেষ্টা করে।
(চলবে)
সত্যেন্দ্রকুমার বসু 



















