বাংলাদেশের ব্যাংকগুলো এখন টিকে থাকতে আগের চেয়ে বেশি ঋণ নিচ্ছে। জুলাই মাসে “কল মানি” ঋণ—যা মূলত ব্যাংকগুলো নিজেদের মধ্যে দ্রুত নেওয়া-দেওয়া করা স্বল্পমেয়াদি ঋণ—৩১.৬% বেড়ে দাঁড়িয়েছে ১.১৬ লাখ কোটি টাকায়।
এগুলোর বেশিরভাগই রাতারাতি নেওয়া হয় এবং পরদিন ফেরত দেওয়া হয়। ঋণের পরিমাণ এত বেড়েও সুদের হার প্রায় অপরিবর্তিত ছিল—গড়ে ১০ শতাংশের সামান্য ওপরে।
ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকেও অতিরিক্ত নগদ সহায়তা নিয়েছে, আর সরকার আগের তুলনায় কিছুটা কম ঋণ নিয়েছে।
আপনার জন্য এর মানে কী:
ব্যাংকগুলো নগদ টাকার জন্য চাপে আছে। তাই ব্যবসা বা সাধারণ মানুষের জন্য ঋণের খরচ শিগগিরই কমবে না।
ব্যাংকগুলোতে নগদ সংকট: কল মানি ঋণ বেড়েছে ৩১.৬%
-
সারাক্ষণ রিপোর্ট - ০২:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- 52
জনপ্রিয় সংবাদ




















