সমকালের একটি শিরোনাম “কঠিন হবে সংবিধান সংশোধন, ক্ষমতার ভারসাম্যের চেষ্টা”
জুলাই জাতীয় সনদ কার্যকরে সংবিধান সংশোধন কঠিন হবে। অতীতের মতো সরকারি দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ইচ্ছামাফিক সংবিধান বদল করতে পারবে না। সনদ অনুযায়ী, সংবিধান সংশোধনে সংসদের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে গঠিত উচ্চকক্ষে লাগবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। দুই কক্ষে প্রয়োজনীয় সমর্থন থাকলেও সংবিধানে বিশেষ কিছু অনুচ্ছেদ সংশোধনে লাগবে গণভোট।
প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ কার্যকর হলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো কার্যকর হলে সরকারপ্রধান উচ্চ আদালতে বিচারক নিয়োগ, নির্বাচন কমিশন (ইসি) গঠন এবং জরুরি অবস্থা জারির একক ক্ষমতা হারাবেন।
ইসির মতো দুদক, ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগে বিশেষায়িত ও সাংবিধানিক কমিটি গঠনের সিদ্ধান্ত রয়েছে জুলাই সনদের খসড়ায়। যদিও এতে বিএনপি নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে।
সনদের ১৪তম সিদ্ধান্তে বলা হয়েছে, এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এতে সব দল একমত হওয়ায়, সনদ কার্যকর হলে কেউ আর ১০ বছরের বেশি সরকারপ্রধান পদে থাকতে পারবেন না।
সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব কাজ সরকারপ্রধানের পরামর্শে করতে বাধ্য রাষ্ট্রপতি। ক্ষমতার ভারসাম্য সৃষ্টিতে ঐকমত্য কমিশন আরও ১২টি পদে নিয়োগে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছিল।
আজকের পত্রিকার একটি শিরোনাম “প্রকল্প নয়ছয়ে লাগাম টানার চেষ্টায় সরকার”
সরকারি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন শেষ হওয়া পর্যন্ত সময়ে নানা ধাপে অনিয়ম-দুর্নীতি ও সমন্বয়হীনতার অভিযোগ নতুন নয়। এতে অধিকাংশ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে কালক্ষেপণ হয়, বেড়ে যায় প্রকল্পের ব্যয়। এই অবস্থা থেকে উত্তরণে প্রকল্প পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার।
এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে উচ্চপর্যায়ের এক কর্মশালার আয়োজন করে সরকার। সাড়ে চার ঘণ্টা চলা ওই কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের নানা সমস্যা চিহ্নিত করা হয়েছে। সমস্যা সমাধানে উঠে এসেছে একগুচ্ছ সুপারিশ।
মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মশালায় সরকারের উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সিনিয়র সচিব, সচিব এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কর্মশালায় চালকের ভূমিকায় ছিলেন। কর্মশালা শেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীরা সুনির্দিষ্ট প্রকল্প নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করায় জোর দিয়েছেন। যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে প্রকল্প পরিচালক (পিডি) পুল গঠনসহ সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে একগুচ্ছ সুপারিশ করেছেন তাঁরা।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ গতকাল সন্ধ্যায় বলেন, ‘কর্মশালায় প্রকল্পবিষয়ক নিয়মকানুনগুলো সম্পর্কে সবাইকে জানানো হয়েছে। যার যতটুকু কনফিউশন বা সমস্যা ছিল সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। উপদেষ্টাসহ কর্মশালায় অংশ নেওয়া সবাই তাদের মতামত দিয়েছেন। প্রকল্প ব্যবস্থাপনা আরও স্মুথ ও স্মার্ট হোক, আমরা সবাই এটা চেয়েছি। এ জন্য এ বিষয়ে যেসব পয়েন্ট উঠে এসেছে, সেসব পয়েন্টের ওপর সবাই কথা বলেছেন।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অনেক প্রকল্প পুনর্মূল্যায়ন করা হচ্ছে। কিছু প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পের সংখ্যা ছিল ১ হাজার ৪৫৪টি। এসব প্রকল্পের মধ্যে ৬৬৮টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে। নিবিড় পরিবীক্ষণ করা হয়েছে ৫৫টি। আর প্রভাব মূল্যায়ন করা হয়েছে ২১টির।
বণিকবার্তার একটি শিরোনাম “সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, ছয় বিভাগে বজ্রবৃষ্টির আভাস”
দেশের ৬টি বিভাগে মাঝারি থেকে বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরসমূহকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকের দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য দেয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়—ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সে সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মানবজমিনের একটি শিরোন “শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ”
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হবে।
এর আগে এদিন সকাল ১০টায় কারাগার থেকে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
এদিকে, রাজধানীর চানখাঁরপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত বুধবার চানখাঁরপুলে আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হয়ে ওইদিন সাক্ষ্য দেন চানখাঁরপুলে পুলিশের গুলিতে শহীদ মো. ইয়াকুবের মা, চাচা ও শহীদ ইসমামুল হকের বড় ভাই মো. মহিবুল হক।
সারাক্ষণ ডেস্ক 



















