যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি এলেও তিনি ১৫ শতাংশ শুল্ক বহাল রাখবেন। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন। লি দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম ওয়াশিংটন সফর।
শুল্ক ইস্যুতে ট্রাম্পের অবস্থান
বৈঠকের পর সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তি করেছি। ওরা কিছু সমস্যার কথা তুলেছিল, তবে আমরা আমাদের অবস্থানে অটল ছিলাম। তারা সেই চুক্তিই বাস্তবায়ন করবে, যেটিতে সম্মত হয়েছিল।”
কূটনৈতিক ও সামরিক আলোচনায় জোর
হোয়াইট হাউসে দুই প্রেসিডেন্টের বৈঠকে কূটনৈতিক ও সামরিক বিষয় নিয়ে আলোচনা হয়। ট্রাম্প এ বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান বলেও জানান।
ব্যবসায়িক নেতাদের বৈঠক
দুই দেশের ৩০ জনের বেশি ব্যবসায়ী নেতা বৈঠকের পর ওয়াশিংটনের একটি হোটেলে একত্রিত হন। সেখানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি জে ইয়ং ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, জাহাজ নির্মাণ ও জ্বালানি খাতের যৌথ উদ্যোগের সম্ভাবনা।
বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা
তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র গাড়ির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামাতে রাজি হওয়ার পর দক্ষিণ কোরিয়া ৩৫০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছিল। এর অংশ হিসেবেই এবার বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা জানানো হলো।
এই প্যাকেজের মধ্যে রয়েছে—
- • কোরিয়ান এয়ারের ৩৬ বিলিয়ন ডলারে বোয়িংয়ের ১০৩টি বিমান কেনা
- • হুন্ডাই মোটর গ্রুপের ২৬ বিলিয়ন ডলারে লুইজিয়ানায় নতুন ইস্পাত কারখানা ও জর্জিয়া-আলাবামায় গাড়ি উৎপাদন সম্প্রসারণ
- • এইচডি হুন্ডাইয়ের যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্প পুনরুজ্জীবনে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ
- • কোরিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানির মার্কিন প্রতিষ্ঠান চেনিয়রের সঙ্গে ২০২৮ থেকে এক দশকে ৩৩ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার চুক্তি

পারমাণবিক শক্তি খাতে চুক্তি
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কোম্পানি ও বেসরকারি প্রতিষ্ঠান দুসান এনারবিলিটি মার্কিন অংশীদারদের সঙ্গে ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (SMR) নির্মাণে চুক্তি করেছে। টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যে এসব রিঅ্যাক্টর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এগুলো অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ডেটা সেন্টার ও ফেরমি আমেরিকার এআই ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করবে।
যৌথ সহযোগিতার গুরুত্ব
কোরিয়ান ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের প্রধান রিউ জিন বলেন, “আমেরিকার উদ্ভাবনী সক্ষমতা আর কোরিয়ার উচ্চমানের উৎপাদন প্রযুক্তি একসঙ্গে মিলে অদ্বিতীয় সমন্বয় তৈরি করবে।”

বিশ্লেষকদের মতামত
মরগ্যান স্ট্যানলির প্রধান কোরিয়া অর্থনীতিবিদ ক্যাথলিন ওহ বলেন, “এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে। মূল শিল্পক্ষেত্রে সহযোগিতা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করবে।”
তবে তিনি সতর্ক করে দেন, “শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার কারণে স্বল্পমেয়াদে কোরিয়ার ভোক্তা খাতে সীমিত উন্নতি দেখা যেতে পারে। তবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ২০২৬ সাল পর্যন্ত সরকারি সহায়তা ও কম নীতি সুদের হার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রাখবে।”
সারাক্ষণ রিপোর্ট 


















