১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও লাভে এগিয়ে টয়োটা, ট্রাম্পের শুল্কের মাঝেও বিক্রিতে রেকর্ড মার্থা ওয়াশিংটন থেকে মেলানিয়া ট্রাম্প: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের পোশাকে ইতিহাস, রাজনীতি ও শক্তির প্রতিচ্ছবি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় কী জানা যাচ্ছে; দলগুলো কেন ক্যাডার রাখে? ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮০)

তাঁর ড্রইংয়ে খানিকটা অ্যামেচারিশ আবার খানিকটা পেশাদার শিল্পীর ভাব লক্ষণীয়। তার অধিকাংশ ড্রইং বা খসড়া বা স্টাডি, কয়েকটি জলরং।

ঢাকা নিয়ে এরপর যার ছবি সবচেয়ে বেশি পাওয়া (১৮১২-১৮৮৪]। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজে গেছে তিনি হলেন জোসেফ স্কট ফিলিপস সালে দমদমে নিযুক্ত ছিলেন দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে। সে সময় সুন্দরবন হয়ে জলপথে ঢাকা এসেছিলেন। ছবিগুলি বা ড্রইংগুলি সে সময়ে করা। সেগুলি ১৯৮৭ সনে কিনেছিল ইন্ডিয়া এফিস। ফিলিপসের একটি ছবির অ্যালবাম যেখানে ৬৪টি ছবি ছিল। তার মধ্যে রমনার কালীমন্দিরের জলরংটি আমার প্রিয় যা আমার স্মৃতিবিস্মৃতির নগরীতে প্রথম ছাপা হয়।

ফিলিপস অ্যামেচার শিল্পী কিন্তু তাঁর পিতা ছিলেন রয়াল একাডেমির বিখ্যাত অধ্যাপক। অর্থাৎ চিত্রকলার মধ্যেই তিন বড় হয়েছেন সফল করেছেন। তাই তাঁর ড্রইংয়ে খানিকটা অ্যামেচারিশ আবার খানিকটা পেশাদার শিল্পীর ভাব লক্ষণীয়। তার অধিকাংশ ড্রইং বা খসড়া বা স্টাডি, কয়েকটি জলরং।

সুন্দরবন থেকে ঢাকা আসার সময় যে ক’টি স্টাডি করেছিলেন পেনসিলে তা যেকোনো সাধারণ শিল্পীর স্টাডির মতো, উল্লেখযোগ্য লাক্ষার তীরের নৌকার ড্রইংটি। এর বিন্যাস ভিন্ন রকম, জলরংয়ের আবহ আছে। নৌকোর গড়নের যে চিত্রটি তুলে ধরেছেন তাতে গতিময়তা আছে। অন্যান্য অনেকের মতো ঢাকার মন্দির, মসজিদের স্কেচ করেছেন বেশ কটি। নির্দিষ্টভাবে বলতে গেলে তিনটি মন্দির এবং একটি মসজিদের। এর মধ্যে বিখ্যাত রাজনগর মন্দিরের ড্রইংটি। ড্রইংয়ের উল্টোদিকে লিখেছেন ঢাকার দক্ষিণ-পশ্চিমে রাজনগরের হিন্দু মন্দির। পাশেও আরেকটি মন্দির। সেগুলি তখন পরিত্যক্ত।

এছাড়া ঢাকার তিনটি প্রত্নসম্পদের ড্রইং করেছেন ফিলিপস। একটি ঢাকার অদূরে একটি মঠ, শ্যামপুর পোল ও ডা. ল্যাম্বের বাগানে মসজিদ।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৭৯)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৭৯)

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও লাভে এগিয়ে টয়োটা, ট্রাম্পের শুল্কের মাঝেও বিক্রিতে রেকর্ড

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮০)

০৭:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

তাঁর ড্রইংয়ে খানিকটা অ্যামেচারিশ আবার খানিকটা পেশাদার শিল্পীর ভাব লক্ষণীয়। তার অধিকাংশ ড্রইং বা খসড়া বা স্টাডি, কয়েকটি জলরং।

ঢাকা নিয়ে এরপর যার ছবি সবচেয়ে বেশি পাওয়া (১৮১২-১৮৮৪]। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজে গেছে তিনি হলেন জোসেফ স্কট ফিলিপস সালে দমদমে নিযুক্ত ছিলেন দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে। সে সময় সুন্দরবন হয়ে জলপথে ঢাকা এসেছিলেন। ছবিগুলি বা ড্রইংগুলি সে সময়ে করা। সেগুলি ১৯৮৭ সনে কিনেছিল ইন্ডিয়া এফিস। ফিলিপসের একটি ছবির অ্যালবাম যেখানে ৬৪টি ছবি ছিল। তার মধ্যে রমনার কালীমন্দিরের জলরংটি আমার প্রিয় যা আমার স্মৃতিবিস্মৃতির নগরীতে প্রথম ছাপা হয়।

ফিলিপস অ্যামেচার শিল্পী কিন্তু তাঁর পিতা ছিলেন রয়াল একাডেমির বিখ্যাত অধ্যাপক। অর্থাৎ চিত্রকলার মধ্যেই তিন বড় হয়েছেন সফল করেছেন। তাই তাঁর ড্রইংয়ে খানিকটা অ্যামেচারিশ আবার খানিকটা পেশাদার শিল্পীর ভাব লক্ষণীয়। তার অধিকাংশ ড্রইং বা খসড়া বা স্টাডি, কয়েকটি জলরং।

সুন্দরবন থেকে ঢাকা আসার সময় যে ক’টি স্টাডি করেছিলেন পেনসিলে তা যেকোনো সাধারণ শিল্পীর স্টাডির মতো, উল্লেখযোগ্য লাক্ষার তীরের নৌকার ড্রইংটি। এর বিন্যাস ভিন্ন রকম, জলরংয়ের আবহ আছে। নৌকোর গড়নের যে চিত্রটি তুলে ধরেছেন তাতে গতিময়তা আছে। অন্যান্য অনেকের মতো ঢাকার মন্দির, মসজিদের স্কেচ করেছেন বেশ কটি। নির্দিষ্টভাবে বলতে গেলে তিনটি মন্দির এবং একটি মসজিদের। এর মধ্যে বিখ্যাত রাজনগর মন্দিরের ড্রইংটি। ড্রইংয়ের উল্টোদিকে লিখেছেন ঢাকার দক্ষিণ-পশ্চিমে রাজনগরের হিন্দু মন্দির। পাশেও আরেকটি মন্দির। সেগুলি তখন পরিত্যক্ত।

এছাড়া ঢাকার তিনটি প্রত্নসম্পদের ড্রইং করেছেন ফিলিপস। একটি ঢাকার অদূরে একটি মঠ, শ্যামপুর পোল ও ডা. ল্যাম্বের বাগানে মসজিদ।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৭৯)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৭৯)