০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
মাইক্রো-ড্রামা: ছোট পর্বে পূর্ণ কাহিনি সমাধিক্ষেত্রের পদচিহ্নে ইতিহাস ও কল্পনার ছায়া যুক্তরাষ্ট্রের আকাশে উঠছে ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ — ভবিষ্যতের প্রতিরক্ষা ঢাল নাকি এক মহাকল্পনার সাম্রাজ্য? তানজিন তিশা: আলো, প্রতিভা আর আত্মনির্ভরতার দীপ্ত গল্প জাপানের ট্রেডিং হাউসগুলো ট্রাম্পের শুল্ক চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলছে অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা: ভবিষ্যতের প্রবৃদ্ধি ও উদ্বেগ ক্যাটরিনা-ভিকির ঘরে নতুন অতিথি: পুত্রসন্তানের আগমনে বলিউডে আনন্দের বন্যা  ব্ল্যাকস্টোন সভাপতির সতর্কবার্তা: এআই বদলে দেবে ব্যবসার ধারা তৃতীয় প্রান্তিকে ৫% জিডিপি বৃদ্ধি পেলেও ইন্দোনেশিয়ায় ভোক্তা ব্যয় কমছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমে বিরল সৌন্দর্য: সাদা মারিয়ান্থাসের রূপ ও বৈচিত্র্য

মস্তিষ্কের নিউরনের মতো এআই মডেল উন্মোচন চীনে

মূলধারার লার্জ জেনারেটিভ এআই মডেলের চেয়ে ভিন্ন পথে হেঁটে চীনা গবেষকরা তৈরি করেছেনে আরেক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা কাজ করবে মানুষের মগজের নিউরনের কার্যপ্রণালী অনুকরণ করে। এআই কম্পিউটিংয়ের আগামী প্রজন্মে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির নতুন দুয়ার খুলতে পারে এ মডেল।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব অটোমেশনের বিজ্ঞানীরা সম্প্রতি পরিচয় করিয়েছেন স্পাইকিংব্রেইন-১.০ এর সঙ্গে। এটি পুরোপুরি চীনের তৈরি এবং জিপিউ কম্পিউটিংয়ের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত ও পরীক্ষিত।

এখনকার লার্জ এআই মডেলগুলোয় ট্রান্সফরমার স্থাপত্য ব্যবহার করা হয়। ক্রমবর্ধমান ডেটা, নেটওয়ার্ক ও কম্পিউটিং শক্তির ওপর নির্ভরশীল এগুলো। স্পাইকিংব্রেইনের এটি স্পাইকিং নিউরন মডেল ব্যবহার করা হয়েছে। এতে খুব কম ডেটা দিয়েই দক্ষ প্রশিক্ষণ সম্ভব।

গবেষকদের দাবি, মূলধারার বড় মডেলের তুলনায় মাত্র ২ শতাংশ প্রি-ট্রেইনিং ডেটা ব্যবহার করে এই সিস্টেমে ভাষা বোঝা ও বিশ্লেষণ করতে পেরেছে, যা বেশকটি ওপেন-সোর্স মডেলের সমান ফল দিয়েছে।

দীর্ঘ সিকোয়েন্স বিশ্লেষণে এই ক্ষমতা আইন, চিকিৎসা, উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞান কিংবা ডিএনএ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা মডেলটি ওপেন-সোর্স করেছেন এবং জনসাধারণের পরীক্ষার জন্য উন্মুক্ত করেছেন।

ইনস্টিটিউট অব অটোমেশনের পরিচালক সু বো বলেন, ‘এই মডেল নতুন প্রজন্মের এআই বিকাশে নতুন প্রযুক্তিগত পথ উন্মোচন করেছে। এটি ভবিষ্যতের কম বিদ্যুৎ খরচের নিউরোমরফিক চিপ তৈরিতেও কাজে লাগবে।’

উল্লেখ্য, গত বছর একই ইনস্টিটিউট সুইস গবেষকদের সঙ্গে মিলে তৈরি করেছিল স্পেক নামের এক নিউরোমরফিক চিপ, যা নিউরনের সিন্যাপসের গঠন অনুকরণ করে তৈরি এবং অব্যবহৃত অবস্থায় মাত্র ০.৪২ মিলিওয়াট শক্তি খরচ করে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

 

জনপ্রিয় সংবাদ

মাইক্রো-ড্রামা: ছোট পর্বে পূর্ণ কাহিনি

মস্তিষ্কের নিউরনের মতো এআই মডেল উন্মোচন চীনে

০৩:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মূলধারার লার্জ জেনারেটিভ এআই মডেলের চেয়ে ভিন্ন পথে হেঁটে চীনা গবেষকরা তৈরি করেছেনে আরেক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা কাজ করবে মানুষের মগজের নিউরনের কার্যপ্রণালী অনুকরণ করে। এআই কম্পিউটিংয়ের আগামী প্রজন্মে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির নতুন দুয়ার খুলতে পারে এ মডেল।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব অটোমেশনের বিজ্ঞানীরা সম্প্রতি পরিচয় করিয়েছেন স্পাইকিংব্রেইন-১.০ এর সঙ্গে। এটি পুরোপুরি চীনের তৈরি এবং জিপিউ কম্পিউটিংয়ের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত ও পরীক্ষিত।

এখনকার লার্জ এআই মডেলগুলোয় ট্রান্সফরমার স্থাপত্য ব্যবহার করা হয়। ক্রমবর্ধমান ডেটা, নেটওয়ার্ক ও কম্পিউটিং শক্তির ওপর নির্ভরশীল এগুলো। স্পাইকিংব্রেইনের এটি স্পাইকিং নিউরন মডেল ব্যবহার করা হয়েছে। এতে খুব কম ডেটা দিয়েই দক্ষ প্রশিক্ষণ সম্ভব।

গবেষকদের দাবি, মূলধারার বড় মডেলের তুলনায় মাত্র ২ শতাংশ প্রি-ট্রেইনিং ডেটা ব্যবহার করে এই সিস্টেমে ভাষা বোঝা ও বিশ্লেষণ করতে পেরেছে, যা বেশকটি ওপেন-সোর্স মডেলের সমান ফল দিয়েছে।

দীর্ঘ সিকোয়েন্স বিশ্লেষণে এই ক্ষমতা আইন, চিকিৎসা, উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞান কিংবা ডিএনএ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা মডেলটি ওপেন-সোর্স করেছেন এবং জনসাধারণের পরীক্ষার জন্য উন্মুক্ত করেছেন।

ইনস্টিটিউট অব অটোমেশনের পরিচালক সু বো বলেন, ‘এই মডেল নতুন প্রজন্মের এআই বিকাশে নতুন প্রযুক্তিগত পথ উন্মোচন করেছে। এটি ভবিষ্যতের কম বিদ্যুৎ খরচের নিউরোমরফিক চিপ তৈরিতেও কাজে লাগবে।’

উল্লেখ্য, গত বছর একই ইনস্টিটিউট সুইস গবেষকদের সঙ্গে মিলে তৈরি করেছিল স্পেক নামের এক নিউরোমরফিক চিপ, যা নিউরনের সিন্যাপসের গঠন অনুকরণ করে তৈরি এবং অব্যবহৃত অবস্থায় মাত্র ০.৪২ মিলিওয়াট শক্তি খরচ করে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা