১৬ সেপ্টেম্বর বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা গণফোরাম কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
সভা পরিচালনা করেন সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট সুরাইয়া বেগম।
নেতৃত্ব নির্বাচন
সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ সদস্য বিশিষ্ট মহিলা গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দায়িত্ব বণ্টন করা হয়েছে নিম্নরূপ—
আহ্বায়ক: অ্যাডভোকেট সাগরিকা ইসলাম
যুগ্ম আহ্বায়ক: সাহিদা ইসলাম শিল্পী, মমতা পারভীন মিতা
সদস্য সচিব: প্রকৌশলী শ্রাবণী মোস্তফা
কমিটির সদস্যরা
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
নিলুফা আহমেদ শাপলা, জেবুন্নেছা মীনা, সাহিদা আক্তার, মাহমুদা আক্তার মুক্তি, করিমা পারভিন, ফারজানা হোসেন লিপি, ইলোরা কোরাইশী, জান্নাতুল ফেরদৌস, মাহমুদা আক্তার রীমা, রেহেনা আক্তার, আমেনা খাতুন, রিগেন সুলতানা, নাসরিন আক্তার, আনোয়ারা বেগম, সারতি জাহান, শিল্পী রাণী, অনান্ত চৌহান, সিম্মি ইকবাল, জয়া আক্তার, রুমানা আক্তার, মৃধা শারমিন, রিতা আক্তার, অনন্যা আক্তার, সূর্ষলেখা চাকমা, সোহেলী, শারমিন আক্তার, হোসনে আরা বেগম।
এই কমিটি গঠনের মাধ্যমে মহিলা গণফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃত্ব ও সদস্যদের দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করা হলো।
সারাক্ষণ রিপোর্ট 



















