কোন প্রকল্প, কী প্রভাব
বায়ু–সৌর–ব্যাটারি–ইভি অনুদান কাটতে পারে বলে শক্তি দপ্তর ইঙ্গিত দেয়। শিল্পমহল বলছে, কর্মসংস্থান ও গ্রিড আধুনিকায়নে ধাক্কা আসতে পারে; প্রদেশগুলো নিজস্ব প্রণোদনায় এগোবে।
সামনে কী
আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা আছে; পরিকাঠামো ও পারমিট সংস্কার ছাড়া জ্বালানি রূপান্তর ধীর হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে চীনের খরচ-সুবিধা আরও বাড়তে পারে।