রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে একটি মাছধরা নৌকা ও ২৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই অভিযানে ২৫ কেজি মা ইলিশ উদ্ধার এবং দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, সরকারঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কবে, কোথায়, কারা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত পদ্মা নদীতে যৌথ অভিযান চলে। এতে উপজেলা মৎস্য বিভাগ, সেনাবাহিনী, নৌ–পুলিশ ও কোস্ট গার্ড অংশ নেয়। দৌলতদিয়া ইউনিয়নের চর করনেশন কলাবাগান সংলগ্ন নদী এলাকায় বিপুল পরিমাণ জাল শনাক্ত ও জব্দ করা হয়।
কারা আটক, কী শাস্তি
আটক মান্নান শেখ (২৬) ও শান্ত খাঁ (২০)—দুজনই উজানচর ইউনিয়নের চর মহিদাপুর এলাকার বাসিন্দা। তাদেরকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন জানায়, নিষেধাজ্ঞাকালে অবৈধভাবে মা ইলিশ শিকারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
জব্দকরণ ও ধ্বংস, মাছের বিতরণ
জব্দ করা নৌকা ও ২৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল জনসমক্ষে প্রদর্শনের পর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার ২৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে, যাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপকারভোগীরা সরাসরি উপকৃত হন।
প্রশাসনের বার্তা: নিষেধাজ্ঞা কঠোর
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণে কোনো ছাড় নেই। পদ্মাকে ইলিশের অভয়াশ্রমে রূপ দিতে নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও হঠাৎ অভিযানের সমন্বয় চলবে। অবৈধ জাল ব্যবহারকারী ও সহায়তাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#গোয়ালন্দ #রাজবাড়ী #পদ্মা_নদী #মা_ইলিশ #কারেন্ট_জাল #মৎস্য_অভিযান #ভ্রাম্যমাণ_আদালত #কোস্টগার্ড #নৌপুলিশ #নিষেধাজ্ঞা #ইলিশ_সংরক্ষণ #বাংলাদেশসংবাদ #জাতীয়সংবাদ #DhakaNews #FisheriesEnforcement