উদ্ধার ও চিকিৎসা
মিয়ানমার সীমান্তের কাছাকাছি পাহাড়ি পথে সন্দেহজনক মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন। সহকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আকাশপথে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করেন। পায়ের গুরুতর আঘাতে স্নায়ু ও অস্থি ক্ষতির মাত্রা মূল্যায়ন করে অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।
নিরাপত্তা পরিস্থিতি ও করণীয়
সাম্প্রতিক সময়ে বান্দরবান সীমান্তঘেঁষা এলাকায় মিনায় বিস্ফোরণ ও গুলির ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে—মিয়ানমারের সংঘাত পরিস্থিতির প্রভাব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজিবি টহল জোরদার করেছে, ঝুঁকিপূর্ণ পথ চিহ্নিত করে নতুন মুভমেন্ট প্রোটোকল জারি হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান–প্রদান গুরুত্ব পাচ্ছে, কারণ রাতের চলাচলের পর কোন পথ ঝুঁকিপূর্ণ তা তারা ভালো জানেন। মানবিক সংস্থাগুলো অচিহ্নিত বনপথ এড়িয়ে চলা ও সন্দেহজনক বস্তু দেখলে জানানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় মাইন সচেতনতা ও ডিমাইনিং সহায়তা বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন।